Banana Shoe Polish: জুতো পুরনো হয়েছে? কলার খোসা নিয়ে ঘষে দেখুন, যা ঘটবে বিশ্বাস হবে না! জুতোয় প্রাণ আনবে এই ফল

Last Updated:
Banana Shoe Polish: কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আর সেই পটাশিয়ামই আপনার ধুঁকতে থাকা জুতোয় প্রাণ আনবে। আপনা কি জানতেন, জুতো পলিশের পণ্যের মধ্যে পটাশিয়াম অন্যতম উপাদান।
1/7
জুতোর বয়স হয়েছে? যত চেষ্টাই করেন না কেন, প্রিয় জুতো আর আগের মতো চকচক করছে না? ফেলে না দিয়ে নতুন কায়দায় জুতো পরিষ্কার করে দেখুন, কাজ দিতে পারে।
জুতোর বয়স হয়েছে? যত চেষ্টাই করেন না কেন, প্রিয় জুতো আর আগের মতো চকচক করছে না? ফেলে না দিয়ে নতুন কায়দায় জুতো পরিষ্কার করে দেখুন, কাজ দিতে পারে।
advertisement
2/7
তার জন্য বিশেষ কোনও উপাদান লাগবে না। কেবল একটি কলার প্রয়োজন। তাও আবার কেবল খোসাটি। কলের খোসা দিয়েই পুরনো হয়ে যাওয়া জুতো ফের চকচক করে উঠতে পারে।
তার জন্য বিশেষ কোনও উপাদান লাগবে না। কেবল একটি কলার প্রয়োজন। তাও আবার কেবল খোসাটি। কলের খোসা দিয়েই পুরনো হয়ে যাওয়া জুতো ফের চকচক করে উঠতে পারে।
advertisement
3/7
কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আর সেই পটাশিয়ামই আপনার ধুঁকতে থাকা জুতোয় প্রাণ আনবে। আপনা কি জানতেন, জুতো পলিশের পণ্যের মধ্যে পটাশিয়াম অন্যতম উপাদান।
কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আর সেই পটাশিয়ামই আপনার ধুঁকতে থাকা জুতোয় প্রাণ আনবে। আপনা কি জানতেন, জুতো পলিশের পণ্যের মধ্যে পটাশিয়াম অন্যতম উপাদান।
advertisement
4/7
জুতোর ধুলো, ঘষে যাওয়া উপরিতল এক নিমেষে উধাও করে দিতে পারে কলার খোসা। কিন্তু কীভাবে পরিষ্কার করবেন জানুন। রইল পদ্ধতি-
জুতোর ধুলো, ঘষে যাওয়া উপরিতল এক নিমেষে উধাও করে দিতে পারে কলার খোসা। কিন্তু কীভাবে পরিষ্কার করবেন জানুন। রইল পদ্ধতি-
advertisement
5/7
একটি কলা নিয়ে আগে ফলটি খেয়ে নিন। তারপর খোসার ভিতরের অংশ, অর্থাৎ সাদা দিকটা দিয়ে চামড়ার জুতোর উপরিতলে ঘষে নিন ভাল করে।
একটি কলা নিয়ে আগে ফলটি খেয়ে নিন। তারপর খোসার ভিতরের অংশ, অর্থাৎ সাদা দিকটা দিয়ে চামড়ার জুতোর উপরিতলে ঘষে নিন ভাল করে।
advertisement
6/7
তারপর পরিষ্কার এবং নরম কাপড় দিয়ে পুরো জুতোটাকে ভাল করে মুছে নিন। কলার খোসার অংশবিশেষগুলি ভাল করে ঘষে তুলে নিন। দেখবেন জুতো আবার নতুনের মতো চকচক করবে।
তারপর পরিষ্কার এবং নরম কাপড় দিয়ে পুরো জুতোটাকে ভাল করে মুছে নিন। কলার খোসার অংশবিশেষগুলি ভাল করে ঘষে তুলে নিন। দেখবেন জুতো আবার নতুনের মতো চকচক করবে।
advertisement
7/7
কেবল জুতো নয়, বেল্ট বা ব্যাগের ক্ষেত্রেও ভাল কাজ করে। কিন্তু মনে রাখতে হবে, চামড়ার জিনিস পরিষ্কারেই কাজ দেয় এই কলার খোসা।
কেবল জুতো নয়, বেল্ট বা ব্যাগের ক্ষেত্রেও ভাল কাজ করে। কিন্তু মনে রাখতে হবে, চামড়ার জিনিস পরিষ্কারেই কাজ দেয় এই কলার খোসা।
advertisement
advertisement
advertisement