Banana Containing Carbide?: কারবাইড দিয়ে পাকানো কলায় মারণ রোগ, কীভাবে বুঝবেন আপনার কেনা কলায় কেমিক্যাল আছে কী না? রইল টিপস
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ইদানীং সবকিছুতেই ভেজাল মিশছে! বাজারে বিকোচ্ছে রাসায়নিক মিশ্রিত কলা। কলায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কৃত্রিমভাবে পাকানো হচ্ছে! এই ধরণের কলা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর! কীভাবে বুঝবেন, বাজার থেকে কেনা আপনার কলায় ক্ষতিকর কেমিক্যাল মেশানো হচ্ছে--
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রাকৃতিক ভাবে পাকা কলার খোসা একটু শুষ্ক ও ম্লান দেখায়। কিন্তু কারবাইড দিয়ে পাকানো কলার খোসা তুলনামূলকভাবে বেশি টাটকা, মোমের মতো বা আঠালো হয়। প্রাকৃতিক কলা খোসার ভিতরে নরম ও সমানভাবে পাকা থাকে, অথচ রাসায়নিক দিয়ে পাকানো কলা শক্ত, ফ্যাকাশে বা গুঁড়োর মতো হতে পারে। খোসা ছাড়ানোর সময় এই কলা মটকে ছিঁড়েও যেতে পারে।
advertisement









