Aura's Winter Carnival: হাতে তৈরি গয়না থেকে শুরু করে মিলছে বিভিন্ন প্রদেশের বিলুপ্তপ্রায় শাড়ি, শীতের শহরে জমে উঠেছে অরা-র ক্রিসমাস কার্নিভাল

Last Updated:
দক্ষিণ কলকাতার বুকে ৬ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে অরা-র ক্রিসমাস কার্নিভ্যাল। যা চলবে আগামী ৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। তিন দিন ব্যাপী এই ক্রিসমাস কার্নিভালের আয়োজন করেছেন মমতা চট্টোপাধ্যায়, রূপা কর এবং সঞ্চয়িতা দাস।
1/12
ডিসেম্বর মাস তো পড়ে গিয়েছে। আর ডিসেম্বর পড়তে না পড়তেই উত্তুরে হিমেল হাওয়া বইতে শুরু করে দিয়েছে। তাপমাত্রার পারদও নামতে শুরু করেছে। এই মুহূর্তে কলকাতায় জাঁকিয়ে শীত না পড়লেও হালকা একটা আরামদায়ক ঠান্ডা ঠান্ডা ভাব গোটা শহর জুড়ে। আর ডিসেম্বরের শহর মানেই তো আবারও উৎসবের জন্য সেজে ওঠা।
ডিসেম্বর মাস তো পড়ে গিয়েছে। আর ডিসেম্বর পড়তে না পড়তেই উত্তুরে হিমেল হাওয়া বইতে শুরু করে দিয়েছে। তাপমাত্রার পারদও নামতে শুরু করেছে। এই মুহূর্তে কলকাতায় জাঁকিয়ে শীত না পড়লেও হালকা একটা আরামদায়ক ঠান্ডা ঠান্ডা ভাব গোটা শহর জুড়ে। আর ডিসেম্বরের শহর মানেই তো আবারও উৎসবের জন্য সেজে ওঠা।
advertisement
2/12
কারণ সামনেই যে বড়দিন! সঙ্গে নতুন বছরকে সাদরে স্বাগত জানানোর পালা। আর ডিসেম্বরের শহরে হালকা ঠান্ডার আমেজ মেখে আলো-মাখা রাস্তায় ঘুরে দেখার অনুভূতিটাই আলাদা।
কারণ সামনেই যে বড়দিন! সঙ্গে নতুন বছরকে সাদরে স্বাগত জানানোর পালা। আর ডিসেম্বরের শহরে হালকা ঠান্ডার আমেজ মেখে আলো-মাখা রাস্তায় ঘুরে দেখার অনুভূতিটাই আলাদা।
advertisement
3/12
এর পাশাপাশি এই সময়টায় আকাশে-বাতাস যেন ম’ ম’ করতে থাকে কেক, পিঠেপুলি আর সদ্য ওঠা নলেন গুড়ের সুগন্ধে। ইতিমধ্যেই বসে গিয়েছে শীতের জামাকাপড়ের পসরাও। আর শীতের মরশুমে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় বিভিন্ন মেলা আর প্রদর্শনীও।
এর পাশাপাশি এই সময়টায় আকাশে-বাতাস যেন ম’ ম’ করতে থাকে কেক, পিঠেপুলি আর সদ্য ওঠা নলেন গুড়ের সুগন্ধে। ইতিমধ্যেই বসে গিয়েছে শীতের জামাকাপড়ের পসরাও। আর শীতের মরশুমে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় বিভিন্ন মেলা আর প্রদর্শনীও।
advertisement
4/12
এদিকে দক্ষিণ কলকাতার বুকে ৬ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে অরা-র ক্রিসমাস কার্নিভ্যাল। যা চলবে আগামী ৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। তিন দিন ব্যাপী এই ক্রিসমাস কার্নিভ্যালের আয়োজন করেছেন মমতা চট্টোপাধ্যায়, রূপা কর এবং সঞ্চয়িতা দাস।
এদিকে দক্ষিণ কলকাতার বুকে ৬ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে অরা-র ক্রিসমাস কার্নিভ্যাল। যা চলবে আগামী ৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। তিন দিন ব্যাপী এই ক্রিসমাস কার্নিভ্যালের আয়োজন করেছেন মমতা চট্টোপাধ্যায়, রূপা কর এবং সঞ্চয়িতা দাস।
advertisement
5/12
এখানে এক ছাদের তলায় পাওয়া যাবে হ্যান্ডমেড নানা জিনিস থেকে শুরু করে জামাকাপড়, গয়নাগাঁটি, ঘর সাজানোর জিনিস এবং আরও কত কিছু! শুধু কি তা-ই! সঙ্গে রয়েছে চমক - ‘ডায়েট ডেজার্ট’। এই তিন দিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী।
এখানে এক ছাদের তলায় পাওয়া যাবে হ্যান্ডমেড নানা জিনিস থেকে শুরু করে জামাকাপড়, গয়নাগাঁটি, ঘর সাজানোর জিনিস এবং আরও কত কিছু! শুধু কি তা-ই! সঙ্গে রয়েছে চমক - ‘ডায়েট ডেজার্ট’। এই তিন দিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী।
advertisement
6/12
এই গ্র্যান্ড প্রদর্শনীতে থাকছে বিখ্যাত এবং জনপ্রিয় বুটিক। এর মধ্যে অন্যতম হল Zephyr, Rudriz Mart, Miraki, Yours Handmade, Lebel Anupoma, Aanchal, Ariya's Sharbani's collection প্রভৃতি। সঙ্গে থাকছে জনপ্রিয় এই সমস্ত বুটিকের এক্সক্লুসিভ প্রোডাক্ট। তাহলে কী কী চমক থাকছে অতিথিদের জন্য, সেটাই একঝলকে দেখে নেওয়া যাক।
এই গ্র্যান্ড প্রদর্শনীতে থাকছে বিখ্যাত এবং জনপ্রিয় বুটিক। এর মধ্যে অন্যতম হল Zephyr, Rudriz Mart, Miraki, Yours Handmade, Lebel Anupoma, Aanchal, Ariya's Sharbani's collection প্রভৃতি। সঙ্গে থাকছে জনপ্রিয় এই সমস্ত বুটিকের এক্সক্লুসিভ প্রোডাক্ট। তাহলে কী কী চমক থাকছে অতিথিদের জন্য, সেটাই একঝলকে দেখে নেওয়া যাক।
advertisement
7/12
শাড়ি, সালোয়ার থেকে শুরু করে স্টোল, চাদরের মতো শীতের জিনিস তো পাওয়া যাচ্ছেই। সেই সঙ্গে পাওয়া যাবে বিভিন্ন প্রদেশের শাড়ি এবং পোশাক। এমনকী, বিলুপ্ত হয়ে যাচ্ছে, এমন শাড়ি কেনার সুযোগও এখানে পেয়ে যাবেন অতিথিরা। এইসব শাড়ির মধ্যে অন্যতম হল - বিদর্ভ তসর, তাঁত বালুচরী, রাজশাহি তাঁত প্রভৃতি।
শাড়ি, সালোয়ার থেকে শুরু করে স্টোল, চাদরের মতো শীতের জিনিস তো পাওয়া যাচ্ছেই। সেই সঙ্গে পাওয়া যাবে বিভিন্ন প্রদেশের শাড়ি এবং পোশাক। এমনকী, বিলুপ্ত হয়ে যাচ্ছে, এমন শাড়ি কেনার সুযোগও এখানে পেয়ে যাবেন অতিথিরা। এইসব শাড়ির মধ্যে অন্যতম হল - বিদর্ভ তসর, তাঁত বালুচরী, রাজশাহি তাঁত প্রভৃতি।
advertisement
8/12
শুধু কি তা-ই, এই ক্রিসমাস কার্নিভ্যালে পাওয়া যাচ্ছে ‘জয়পুরী রজাই’-ও! শীতের মরশুমে গায়ে জড়ানোর জন্য যে কতটা আরামদায়ক এই রজাই, সেটা আর আলাদা করে বলে দিতে হয় না!
শুধু কি তা-ই, এই ক্রিসমাস কার্নিভ্যালে পাওয়া যাচ্ছে ‘জয়পুরী রজাই’-ও! শীতের মরশুমে গায়ে জড়ানোর জন্য যে কতটা আরামদায়ক এই রজাই, সেটা আর আলাদা করে বলে দিতে হয় না!
advertisement
9/12
এর পাশাপাশি বসেছে বিভিন্ন ধরনের গয়নার পসরাও। এর মধ্যে থাকছে তামার গয়নাও। এছাড়া এই কার্নিভ্যালে হ্যান্ড-পেন্টেড কাপ, মাগ এবং টি-পটের কালেকশনও দেখা যাবে।
এর পাশাপাশি বসেছে বিভিন্ন ধরনের গয়নার পসরাও। এর মধ্যে থাকছে তামার গয়নাও। এছাড়া এই কার্নিভ্যালে হ্যান্ড-পেন্টেড কাপ, মাগ এবং টি-পটের কালেকশনও দেখা যাবে।
advertisement
10/12
শীতের মরশুমে চকোলেট কিংবা ডেজার্ট ছাড়া চলে না কি? তাই এখানে রয়েছে সেই ব্যবস্থাও। অতিথিরা কিনে নিতে পারেন হ্যান্ডমেড চকোলেট আর ডেজার্টও।
শীতের মরশুমে চকোলেট কিংবা ডেজার্ট ছাড়া চলে না কি? তাই এখানে রয়েছে সেই ব্যবস্থাও। অতিথিরা কিনে নিতে পারেন হ্যান্ডমেড চকোলেট আর ডেজার্টও।
advertisement
11/12
তবে আজকালকার দিনে সকলেই স্বাস্থ্যসচেতন, ফলে ইচ্ছা থাকলেও মিষ্টি কিংবা চকোলেটটা এড়িয়েই চলেন তাঁরা। কিন্তু অরা-র ক্রিসমাস কার্নিভ্যালের বিশেষ আকর্ষণই হল ‘ডায়েট ডেজার্ট’। অর্থাৎ ডায়েট চললেও নিশ্চিন্তে উপভোগ করা যাবে ডেজার্টের স্বাদ।
তবে আজকালকার দিনে সকলেই স্বাস্থ্যসচেতন, ফলে ইচ্ছা থাকলেও মিষ্টি কিংবা চকোলেটটা এড়িয়েই চলেন তাঁরা। কিন্তু অরা-র ক্রিসমাস কার্নিভ্যালের বিশেষ আকর্ষণই হল ‘ডায়েট ডেজার্ট’। অর্থাৎ ডায়েট চললেও নিশ্চিন্তে উপভোগ করা যাবে ডেজার্টের স্বাদ।
advertisement
12/12
সব মিলিয়ে একেবারে জমজমাট হয়ে উঠেছে অরা-র ক্রিসমাস কার্নিভাল। আর এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে চলে আসতেই হচ্ছে গোলপার্কের ব্যাঙ্কোয়েট ৫৮৮-এ।
সব মিলিয়ে একেবারে জমজমাট হয়ে উঠেছে অরা-র ক্রিসমাস কার্নিভাল। আর এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে চলে আসতেই হচ্ছে গোলপার্কের ব্যাঙ্কোয়েট ৫৮৮-এ।
advertisement
advertisement
advertisement