Appendix Cancer: এই একটা ভুলেই ভয়ঙ্কর হারে বাড়ছে 'অ্যাপেনডিক্স ক্যানসার', শরীরের কোন কোন উপসর্গ এই মারণ রোগের জানান দেয়? পড়ুন

Last Updated:
StatPearls–এর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপেন্ডিক্স ক্যানসারের হার বাড়ছে। এর মূল কারণ হল, দেরিতে ধরা পড়ছে। মানুষে ধরতে পারে না এটি অ্যাপেনডিক্স ক্যানসার নাকি পেটের সমস্যা! কারণ অ্যাপেনডিক্স ক্যানসারের উপসর্গগুলো অনেকটাই সাধারণ পেটের অসুখের মতো। যত ক্ষণে বুঝতে পারেন, ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। কাজেই শুরু থেকে সচেতন হন।
1/13
বৃহদান্তের সঙ্গে সংযুক্ত একটা ছোট্ট থলি হল অ্যাপেনডিক্স। গত কয়েক বছরে ভীষণ ভাবে বেড়েছে এই অ্যাপেনডিক্স ক্যানসার বা অ্যাপেনডিসিয়াল ক্যানসার। যখন অ্যাপেন্ডিক্সে অস্বাভাবিক হারে অ্যাবনর্মাল কোষ বৃদ্ধি পায়, তখন টিউমর তৈরি হয়। এই টিউমর বিনাইন হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে। ম্যালিগন্যান্ট টিউমর পেটের ভিতর বা অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে।
বৃহদান্তের সঙ্গে সংযুক্ত একটা ছোট্ট থলি হল অ্যাপেনডিক্স। গত কয়েক বছরে ভীষণ ভাবে বেড়েছে এই অ্যাপেনডিক্স ক্যানসার বা অ্যাপেনডিসিয়াল ক্যানসার। যখন অ্যাপেন্ডিক্সে অস্বাভাবিক হারে অ্যাবনর্মাল কোষ বৃদ্ধি পায়, তখন টিউমর তৈরি হয়। এই টিউমর বিনাইন হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে। ম্যালিগন্যান্ট টিউমর পেটের ভিতর বা অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে।
advertisement
2/13
StatPearls–এর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপেন্ডিক্স ক্যানসারের হার বাড়ছে। এর মূল কারণ হল, দেরিতে ধরা পড়ছে। মানুষে ধরতে পারে না এটি অ্যাপেনডিক্স ক্যানসার নাকি পেটের সমস্যা! কারণ অ্যাপেনডিক্স ক্যানসারের উপসর্গগুলো অনেকটাই সাধারণ পেটের অসুখের মতো। আর এই একটা ভুলেই সর্বনাশ হচ্ছে! যত ক্ষণে বুঝতে পারেন, ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। কাজেই শুরু থেকে সচেতন হন। কোন কোন উপসর্গ অ্যাপেনডিক্স ক্যানসারের জানান দেয়?
StatPearls–এর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপেন্ডিক্স ক্যানসারের হার বাড়ছে। এর মূল কারণ হল, দেরিতে ধরা পড়ছে। মানুষে ধরতে পারে না এটি অ্যাপেনডিক্স ক্যানসার নাকি পেটের সমস্যা! কারণ অ্যাপেনডিক্স ক্যানসারের উপসর্গগুলো অনেকটাই সাধারণ পেটের অসুখের মতো। আর এই একটা ভুলেই সর্বনাশ হচ্ছে! যত ক্ষণে বুঝতে পারেন, ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। কাজেই শুরু থেকে সচেতন হন। কোন কোন উপসর্গ অ্যাপেনডিক্স ক্যানসারের জানান দেয়?
advertisement
3/13
পেট ফুলে যাওয়া ও পেট ফেঁপে যাওয়া
পেট ফুলে যাওয়া ও পেট ফেঁপে যাওয়া
advertisement
4/13
পেটে জল জমে যাওয়া
পেটে জল জমে যাওয়া
advertisement
5/13
কোমরের মাপ বেড়ে যাওয়া, অথচ ওজন না বাড়া
কোমরের মাপ বেড়ে যাওয়া, অথচ ওজন না বাড়া
advertisement
6/13
লাগাতার পেটে বা পেলভিকে ব্যথা
লাগাতার পেটে বা পেলভিকে ব্যথা
advertisement
7/13
বমি ও বমিবমি ভাব, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, কম খেয়েও পেট ভর্তি লাগা।
বমি ও বমিবমি ভাব, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, কম খেয়েও পেট ভর্তি লাগা।
advertisement
8/13
কিছু কিছু ক্ষেত্রে অ্যাপেনডিক্স ক্যানসার থেকে সিওডিমিক্সোমা হতে পারে। এই পরিস্থিতিতে পেটে জেলির মতো তরল জমা হয়, যার ফলে পেট ফুলে যায়, অস্বস্তি হয়।
কিছু কিছু ক্ষেত্রে অ্যাপেনডিক্স ক্যানসার থেকে সিওডিমিক্সোমা হতে পারে। এই পরিস্থিতিতে পেটে জেলির মতো তরল জমা হয়, যার ফলে পেট ফুলে যায়, অস্বস্তি হয়।
advertisement
9/13
কাদের রিস্ক বেশি? ৪০ থেকে ৬০ বছর বয়সিদের। মহিলাদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। ধূমপায়ীদের ঝুঁকি বেশি। যাঁদের অ্যাটরোফিক গ্যাসট্রাইটিস, পারনিশিয়াস অ্যানেমিয়া রয়েছে, তাঁদের অ্যাপেনডিক্স ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি।
কাদের রিস্ক বেশি? ৪০ থেকে ৬০ বছর বয়সিদের। মহিলাদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। ধূমপায়ীদের ঝুঁকি বেশি। যাঁদের অ্যাটরোফিক গ্যাসট্রাইটিস, পারনিশিয়াস অ্যানেমিয়া রয়েছে, তাঁদের অ্যাপেনডিক্স ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি।
advertisement
10/13
ক্যানসার নামটা শুনলেই পায়ের তলায় মাটি কেঁপে ওঠে! সময়মতো ধরা না পড়লে মৃত্যু অনিবার্য! কাজেই, ক্যানসারকে হারানোর প্রথম শর্তই হল সঠিক সময়ে ক্যানসার শনাক্ত করা। যত তাড়াতাড়ি ক্যানসারের উপসর্গ শনাক্ত করা যায়, চিকিৎসা ততটাই সফল হওয়ার সম্ভাবনা থাকে।
ক্যানসার নামটা শুনলেই পায়ের তলায় মাটি কেঁপে ওঠে! সময়মতো ধরা না পড়লে মৃত্যু অনিবার্য! কাজেই, ক্যানসারকে হারানোর প্রথম শর্তই হল সঠিক সময়ে ক্যানসার শনাক্ত করা। যত তাড়াতাড়ি ক্যানসারের উপসর্গ শনাক্ত করা যায়, চিকিৎসা ততটাই সফল হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
11/13
ক্রমেই, মহামারির আকার নিচ্ছে ক্যানসার বা কর্কট রোগ। ক্রমাগত আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী হয়ে উঠছে মারণ রোগ। মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর প্রতিবেদন বলছে, ২০২২ থেকে চালানো সমীক্ষায় দেখা গিয়েছে, দেশে প্রতি ১ লক্ষ জনের মধ্যে ক্যানসারে মৃতের সংখ্যা ৬৪.৭ থেকে বেড়ে প্রায় ১০৯.৬ জনে পৌঁছবে।
ক্রমেই, মহামারির আকার নিচ্ছে ক্যানসার বা কর্কট রোগ। ক্রমাগত আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী হয়ে উঠছে মারণ রোগ। মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর প্রতিবেদন বলছে, ২০২২ থেকে চালানো সমীক্ষায় দেখা গিয়েছে, দেশে প্রতি ১ লক্ষ জনের মধ্যে ক্যানসারে মৃতের সংখ্যা ৬৪.৭ থেকে বেড়ে প্রায় ১০৯.৬ জনে পৌঁছবে।
advertisement
12/13
ক্রমেই, মহামারির আকার নিচ্ছে ক্যানসার বা কর্কট রোগ। ক্রমাগত আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী হয়ে উঠছে মারণ রোগ। মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর প্রতিবেদন বলছে, ২০২২ থেকে চালানো সমীক্ষায় দেখা গিয়েছে, দেশে প্রতি ১ লক্ষ জনের মধ্যে ক্যানসারে মৃতের সংখ্যা ৬৪.৭ থেকে বেড়ে প্রায় ১০৯.৬ জনে পৌঁছবে।
ক্রমেই, মহামারির আকার নিচ্ছে ক্যানসার বা কর্কট রোগ। ক্রমাগত আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী হয়ে উঠছে মারণ রোগ। মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর প্রতিবেদন বলছে, ২০২২ থেকে চালানো সমীক্ষায় দেখা গিয়েছে, দেশে প্রতি ১ লক্ষ জনের মধ্যে ক্যানসারে মৃতের সংখ্যা ৬৪.৭ থেকে বেড়ে প্রায় ১০৯.৬ জনে পৌঁছবে।
advertisement
13/13
কর্কট রোগ অনেক ধরনের হয় এবং প্রতিটি আলাদা আলাদাভাবে শরীরের বিভিন্ন অংশে আক্রমণ করে। প্রতিটি ক্যানসারের উপসর্গও ভিন্ন। ইদানীং তরুণরাও এই ভয়ঙ্কর রোগের শিকার হচ্ছেন। মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর তথ্য বলছে, ক্যানসার আক্রান্ত রোগীদের সংখ্যায় বিশ্বে তিন নম্বর জায়গায় রয়েছে ভারত। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সমীক্ষা বলছে, প্রতি পাঁচ জন ক্যানসার আক্রান্তের মধ্যে তিন জনেরই মৃত্যু হয়।
কর্কট রোগ অনেক ধরনের হয় এবং প্রতিটি আলাদা আলাদাভাবে শরীরের বিভিন্ন অংশে আক্রমণ করে। প্রতিটি ক্যানসারের উপসর্গও ভিন্ন। ইদানীং তরুণরাও এই ভয়ঙ্কর রোগের শিকার হচ্ছেন। মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর তথ্য বলছে, ক্যানসার আক্রান্ত রোগীদের সংখ্যায় বিশ্বে তিন নম্বর জায়গায় রয়েছে ভারত। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সমীক্ষা বলছে, প্রতি পাঁচ জন ক্যানসার আক্রান্তের মধ্যে তিন জনেরই মৃত্যু হয়।
advertisement
advertisement
advertisement