SIR in West Bengal: বাংলায় এসআইআর-এর সময় আধিকারিকদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা সিইও-র, কী জানাল কমিশন?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
বিহারের পর এবার গোটা দেশেই এসআইআর শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন৷ এ দিন দিল্লিতে সব রাজ্যের সিইও-দের নিয়ে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসআইআর নিয়ে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হল সব রাজ্যের সিইওদের। সূত্রের খবর, অক্টোবরের যে কোনও দিন রাজ্যে এসআইআর শুরু হতে পারে৷ আগামী বছর পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে৷ ফলে অক্টোবরেই পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন৷
বিহারের পর এবার গোটা দেশেই এসআইআর শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন৷ এ দিন দিল্লিতে সব রাজ্যের সিইও-দের নিয়ে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসআইআর নিয়ে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হল সব রাজ্যের সিইওদের।
সূত্রের খবর, অক্টোবরের যে কোনও দিন রাজ্যে এসআইআর শুরু হতে পারে৷ আগামী বছর পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে৷ ফলে অক্টোবরেই পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন৷ কালীপুজো এবং ছট পুজো মিটলেই সেই প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে খবর৷ কোন রাজ্যে কবে এসআইআর-এর কাজ শুরু হবে, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে৷
advertisement
সূত্রের খবর, এ দিনের বৈঠক চলাকালীন রাজ্যে এসআইআর করার সময় বিএলওদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বাংলার সিইও বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর করানোর সময় রাজ্যে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে সিইও-কে আশ্বাস দেওয়া হয়েছে। রাজ্যের নির্বাচন কমিশনের শূন্যপদ সংক্রান্ত কিছু বিষয়ও তুলে ধরা হয়েছে বলে খবর।
advertisement
advertisement
সব রাজ্যের কাছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বার্তা দিয়েছেন, কোনওভাবেই বিদেশি নাগরিকরা যাতে ভোটার তালিকায় না থাকেন সেটা সুনিশ্চিত করতে হবে? আধার কার্ড যে নাগরিকত্বের প্রমাণ নয়, স্রেফ পরিচয়পত্র হিসেবে আধার গ্রহণ করা যাবে— সে কথা সব রাজ্যের সিইও-দের ফের মনে করিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 9:13 PM IST