Darjeeling: অচেনা পথে অ্যাডভেঞ্চারের ডাক! গুপ্তি ঝর্না ঘিরে পাহাড়ে খুলল নতুন ট্রেকিং রুট, ঘুরে আসুন

Last Updated:
Darjeeling: নতুন বছরের শুরুতে পাহাড়ে বেড়ানোর পরিকল্পনা করছেন? ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে কালিম্পং হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। চেনা পর্যটন কেন্দ্রের বাইরে, কালিম্পং জেলার নিমবং গ্রাম পঞ্চায়েত এলাকার দ্বিতীয় ডোলাপচাঁদে লুকিয়ে রয়েছে এক অনাবিষ্কৃত সৌন্দর্য—গুপ্তি ঝরনা।
1/5
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: নতুন বছরের শুরুতে পাহাড়ে বেড়ানোর পরিকল্পনা করছেন? ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে কালিম্পং হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। চেনা পর্যটন কেন্দ্রের বাইরে, কালিম্পং জেলার নিমবং গ্রাম পঞ্চায়েত এলাকার দ্বিতীয় ডোলাপচাঁদে লুকিয়ে রয়েছে এক অনাবিষ্কৃত সৌন্দর্য—গুপ্তি ঝরনা। সদ্য তৈরি ট্রেকিং পথ ধরে পৌঁছনো যাবে এই ঝরনায়, যা নতুন বছরে অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: নতুন বছরের শুরুতে পাহাড়ে বেড়ানোর পরিকল্পনা করছেন? ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে কালিম্পং হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। চেনা পর্যটন কেন্দ্রের বাইরে, কালিম্পং জেলার নিমবং গ্রাম পঞ্চায়েত এলাকার দ্বিতীয় ডোলাপচাঁদে লুকিয়ে রয়েছে এক অনাবিষ্কৃত সৌন্দর্য—গুপ্তি ঝরনা। সদ্য তৈরি ট্রেকিং পথ ধরে পৌঁছনো যাবে এই ঝরনায়, যা নতুন বছরে অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।
advertisement
2/5
*সবুজ পাহাড়, নির্জন পরিবেশ আর ঝরনার কলকল শব্দ—সব মিলিয়ে এই জায়গা এখনও অনেকটাই ভিড়মুক্ত। আগে প্রচারের অভাব ও যোগাযোগ সমস্যার কারণে পর্যটকদের নজর এড়িয়েই ছিল গুপ্তি ঝরনা। এখন পরিকল্পিতভাবে তৈরি পথ ধরে সহজেই সেখানে পৌঁছানো সম্ভব, ফলে প্রকৃতিপ্রেমী ও ট্রেকিংয়ে আগ্রহীদের জন্য খুলে গেল নতুন অভিজ্ঞতার দরজা।
*সবুজ পাহাড়, নির্জন পরিবেশ আর ঝরনার কলকল শব্দ—সব মিলিয়ে এই জায়গা এখনও অনেকটাই ভিড়মুক্ত। আগে প্রচারের অভাব ও যোগাযোগ সমস্যার কারণে পর্যটকদের নজর এড়িয়েই ছিল গুপ্তি ঝরনা। এখন পরিকল্পিতভাবে তৈরি পথ ধরে সহজেই সেখানে পৌঁছানো সম্ভব, ফলে প্রকৃতিপ্রেমী ও ট্রেকিংয়ে আগ্রহীদের জন্য খুলে গেল নতুন অভিজ্ঞতার দরজা।
advertisement
3/5
*স্থানীয়দের সহযোগিতায় গড়ে ওঠা এই ট্রেকিং রুটটি খুব বেশি কঠিন নয়। প্রায় আধঘণ্টার ট্রেকিংয়ে পৌঁছানো যায় ঝরনার সামনে। পথে চোখে পড়বে পাহাড়ি জঙ্গল, নানা প্রজাতির পাখি আর পাহাড়ি গ্রামের জীবনযাত্রা। তাই শুধুমাত্র ঝরনা দর্শন নয়, পুরো যাত্রাটাই হয়ে উঠবে এক আলাদা অভিজ্ঞতা।
*স্থানীয়দের সহযোগিতায় গড়ে ওঠা এই ট্রেকিং রুটটি খুব বেশি কঠিন নয়। প্রায় আধঘণ্টার ট্রেকিংয়ে পৌঁছানো যায় ঝরনার সামনে। পথে চোখে পড়বে পাহাড়ি জঙ্গল, নানা প্রজাতির পাখি আর পাহাড়ি গ্রামের জীবনযাত্রা। তাই শুধুমাত্র ঝরনা দর্শন নয়, পুরো যাত্রাটাই হয়ে উঠবে এক আলাদা অভিজ্ঞতা।
advertisement
4/5
*নতুন বছরে বেড়াতে আসা পর্যটকদের কথা ভেবেই এলাকায় থাকার ব্যবস্থাও করা হয়েছে। আশপাশে রয়েছে হোমস্টে, যেখানে স্থানীয় আতিথেয়তায় পাহাড়ি খাবার ও সংস্কৃতির স্বাদ পাওয়া যাবে। প্রশিক্ষণপ্রাপ্ত গাইডদের মাধ্যমে পর্যটকেরা নিরাপদে ট্রেকিং করতে পারবেন বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।
*নতুন বছরে বেড়াতে আসা পর্যটকদের কথা ভেবেই এলাকায় থাকার ব্যবস্থাও করা হয়েছে। আশপাশে রয়েছে হোমস্টে, যেখানে স্থানীয় আতিথেয়তায় পাহাড়ি খাবার ও সংস্কৃতির স্বাদ পাওয়া যাবে। প্রশিক্ষণপ্রাপ্ত গাইডদের মাধ্যমে পর্যটকেরা নিরাপদে ট্রেকিং করতে পারবেন বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
5/5
*ভিড়ের পাহাড় ছেড়ে যদি এবছর নতুন কোনও ঠিকানা খুঁজে থাকেন, তাহলে কালিম্পংয়ের এই অচেনা গন্তব্য হতে পারে আদর্শ পছন্দ। নতুন বছরের ভ্রমণ পরিকল্পনায় গুপ্তি ঝরনাকে রাখলে, পাহাড়ের নিঃশব্দ সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের স্বাদ—দু’টিই একসঙ্গে উপভোগ করা যাবে।
*ভিড়ের পাহাড় ছেড়ে যদি এবছর নতুন কোনও ঠিকানা খুঁজে থাকেন, তাহলে কালিম্পংয়ের এই অচেনা গন্তব্য হতে পারে আদর্শ পছন্দ। নতুন বছরের ভ্রমণ পরিকল্পনায় গুপ্তি ঝরনাকে রাখলে, পাহাড়ের নিঃশব্দ সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের স্বাদ—দু’টিই একসঙ্গে উপভোগ করা যাবে।
advertisement
advertisement
advertisement