Darjeeling: অচেনা পথে অ্যাডভেঞ্চারের ডাক! গুপ্তি ঝর্না ঘিরে পাহাড়ে খুলল নতুন ট্রেকিং রুট, ঘুরে আসুন
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Darjeeling: নতুন বছরের শুরুতে পাহাড়ে বেড়ানোর পরিকল্পনা করছেন? ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে কালিম্পং হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। চেনা পর্যটন কেন্দ্রের বাইরে, কালিম্পং জেলার নিমবং গ্রাম পঞ্চায়েত এলাকার দ্বিতীয় ডোলাপচাঁদে লুকিয়ে রয়েছে এক অনাবিষ্কৃত সৌন্দর্য—গুপ্তি ঝরনা।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: নতুন বছরের শুরুতে পাহাড়ে বেড়ানোর পরিকল্পনা করছেন? ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে কালিম্পং হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। চেনা পর্যটন কেন্দ্রের বাইরে, কালিম্পং জেলার নিমবং গ্রাম পঞ্চায়েত এলাকার দ্বিতীয় ডোলাপচাঁদে লুকিয়ে রয়েছে এক অনাবিষ্কৃত সৌন্দর্য—গুপ্তি ঝরনা। সদ্য তৈরি ট্রেকিং পথ ধরে পৌঁছনো যাবে এই ঝরনায়, যা নতুন বছরে অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।
advertisement
*সবুজ পাহাড়, নির্জন পরিবেশ আর ঝরনার কলকল শব্দ—সব মিলিয়ে এই জায়গা এখনও অনেকটাই ভিড়মুক্ত। আগে প্রচারের অভাব ও যোগাযোগ সমস্যার কারণে পর্যটকদের নজর এড়িয়েই ছিল গুপ্তি ঝরনা। এখন পরিকল্পিতভাবে তৈরি পথ ধরে সহজেই সেখানে পৌঁছানো সম্ভব, ফলে প্রকৃতিপ্রেমী ও ট্রেকিংয়ে আগ্রহীদের জন্য খুলে গেল নতুন অভিজ্ঞতার দরজা।
advertisement
advertisement
advertisement








