জানিয়ে দেয় আপনি অন্তর থেকে কতটা সুন্দর, এই কয়েক লক্ষণই প্রমাণ দেয় আত্মার বিশুদ্ধতার
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
8 Signs That You Are A Beautiful Soul: এটা অবশ্য কিছুতেই অস্বীকার করা যায় না যে বাহ্যিক দিক থেকে, স্পষ্ট ভাবে বললে শারীরিক ভাবে যাঁরা ব্যাকরণ মেনে সুন্দর, তাঁদের প্রতি সবাই মুগ্ধ। কিন্তু, সুন্দর দেখতে হলেই যে সেই মানুষের অন্তরও সুন্দর হবে, তার কোনও মানে নেই। তাই শেষ পর্যন্ত সুন্দর তাঁকেই বলতে হয়, যাঁর অন্তঃকরণও সৌন্দর্যে ভরা।
সৌন্দর্য কোথায় নিহিত, এই প্রশ্নের উত্তর চাইলে অনেকেই বাহ্যিক দিক থেকে তার জবাব দেবেন। এটা অবশ্য কিছুতেই অস্বীকার করা যায় না যে বাহ্যিক দিক থেকে, স্পষ্ট ভাবে বললে শারীরিক ভাবে যাঁরা ব্যাকরণ মেনে সুন্দর, তাঁদের প্রতি সবাই মুগ্ধ। কিন্তু, সুন্দর দেখতে হলেই যে সেই মানুষের অন্তরও সুন্দর হবে, তার কোনও মানে নেই। তাই শেষ পর্যন্ত সুন্দর তাঁকেই বলতে হয়, যাঁর অন্তঃকরণও সৌন্দর্যে ভরা। দেখে নেওয়া যাক কয়েকটি লক্ষণ, যা আত্মার বিশুদ্ধতার প্রমাণ দেয়। মনস্তত্ত্ব এই লক্ষণগুলো নির্ধারণ করেছে। Representative Image
advertisement
advertisement
২. দ্বিতীয় লক্ষণটি হল দুর্বলতা। দুর্বলতা কিন্তু এক দিক থেকে দেখলে আমাদের শক্তি হিসেবেই কাজ করে। একমাত্র যদি নিজের ভুল সম্পর্কে অকপট হওয়া যায়, জীবনের ওঠা-পড়া, মানসিক অবস্থা সম্পর্কে অকপট হওয়া যায়, তাহলেই দুর্বলতাই হয়ে ওঠে শক্তি। ব্রেন ব্রাউন সমীক্ষা তাই দুর্বলতাকেই বিশুদ্ধতম মানবিক গুণ রূপে বর্ণনা করছে। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৭. সপ্তম লক্ষণ হল জীবনের ছোট ছোট জিনিসের মধ্যেই আনন্দ খুঁজে পাওয়া, যেমন, সূর্যোদয় বা সূর্যাস্তের মতো প্রাকৃতিক দৃশ্য, কোনও সুন্দর ব্যবহার অথবা খোলামেলা কথোপকথন। এই স্বভাব তৈরি হয় কোনও জিনিস মন দিয়ে খুঁটিয়ে দেখা এবং বোঝার গুণ থাকে, মনস্তত্ত্ব বলছে যে ভিতর থেকে সুন্দর না হলে তা সবার আসে না! Representative Image
advertisement