Breakfast|| ব্রেকফাস্টে বাটার টোস্ট-প্যানকেক? অজান্তে শরীরে বিষ ঢোকাচ্ছেন না তো! সাবধান...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
4 Breakfast Should Avoid : এখানে কিছু সাধারণ খাবারের উল্লেখ করা হল যা আমরা ব্রেকফাস্টে প্রায়ই খেয়ে থাকি, তবে শরীরের কথা ভেবে সেগুলো সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*আদতে কিন্তু সেটা মোটেই হয় না। ফলের রসে চিনি দেওয়া থাকে। চিনি মেশানো পানীয় শরীরে শর্করা বা চিনির পরিমাণ বাড়িয়ে দেয়। তাছাড়া ফলের রস খেলে সেভাবে পেট ভোরে না তাই সারাদিন নানা কিছু খাওয়ার ইচ্ছে আরও বেড়ে যায়। টক প্রকৃতির ফলের রস অ্যাসিডিটির কারণও হতে পারে কারণ রাতের খাবার থেকে সকালের খাবার পর্যন্ত পেট খালি থাকে। বরং দই বা বাদাম দুধের সঙ্গে একটি বেস হিসাবে এটিকে স্মুদিতে রূপান্তরিত করে এবং ওটস, বীজ এবং সবুজ শাকসবজির মতো উপাদান যোগ করে এটিকে একটি স্বাস্থ্যকর পানীয় করে তোলা যায়। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*সকালে চিনিযুক্ত সিরিয়াল খেলে দিনের বেলায় অলস বোধ করতে পারেন অনেকেই। সিরিয়াল কেনার সময় সর্বদা দেখে নিতে হবে যে তাতে কী আছে। খুব বুদ্ধি করে এটা বাছতে হবে। সিরিয়াল হবে বেশী ফাইবার যুক্ত এবং সেটা সম্পূর্ণ শস্যের সিরিয়াল হবে। এর পুষ্টিগুণ বাড়ানোর জন্য এটি আমন্ড বাদাম বা ওট দুধের সঙ্গে খাওয়া যেতে পারে। প্রতীকী ছবি।
advertisement
*প্যানকেক যে খেতে খুবই ভাল সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।তবে সকালে এগুলো খাওয়া একদমই ঠিক নয়। কারণ প্যানকেক শরীরে কোনও পুষ্টি যোগায় না। উল্টে প্যানকেক খেলে খিদে আরও বেড়ে যায়। এখন বাজারে প্রি মিক্স প্যানকেক পাউডার পাওয়া যায়। এগুলো আরও বেশি খারাপ। কারণ এতে কিছু মেশাতে হবে না বললেও বিস্তর আটা বা ময়দা এতে দিতেই হয়। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*বাটার টোস্টঃ সেই প্রাচীন কাল থেকে বাটার টোস্ট সবার পছন্দের সকালের খাবার। কিন্তু টোস্ট করা সাদা পাউরুটিতে বিশেষ কোনও পুষ্টিগুণ থাকে না। সাদা রুটির ফাইবার অংশ খুব কম। তাছাড়া টোস্ট করা রুটি খুব বেশিক্ষণ পেট ভর্তি রাখতে পারে না। এর ফলে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলেন। যেহেতু এগুলো জটিল কার্বোহাইড্রেট নয় সেহেতু এগুলো খেলে কোষ্ঠকাঠিন্য বা পেট ফোলার সমস্যা হতে পারে। প্রতীকী ছবি।
advertisement