১৩৩ কেজি থেকে কমিয়ে অর্ধেক! জানুন মহিলার রোগা হওয়ার অবিশ্বাস্য গল্প
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বর্তমানে বাড়তে থাকা ওজন অনেকেই চিন্তার কারণ। মূলত ব্যস্ত জীবনযাত্রা আর খারাপ খাদ্যাভাসের কারণেই এটি হয়ে থাকে। এগুলির ফলে ওবেসিটিও দেখা যায়। সেখান থেকে শরীরে বাসা বাঁধে নানা রোগ। তাই অতিরিক্ত ওজন কমিয়ে নিজের সঠিক ওজন কী ভাবে আনবে তা নিয়ে অনেকেই ভাবেন। অনেকে কিছুদিন চেষ্টাও করেন কিন্তু তারপর হাল ছেড়ে দেন। তাঁদের কাছে অনুপ্রেরণা হতে পারেন ক্যান্ডেস স্ট্রীচ।
বর্তমানে বাড়তে থাকা ওজন অনেকেই চিন্তার কারণ। মূলত ব্যস্ত জীবনযাত্রা আর খারাপ খাদ্যাভাসের কারণেই এটি হয়ে থাকে। এগুলির ফলে ওবেসিটিও দেখা যায়। সেখান থেকে শরীরে বাসা বাঁধে নানা রোগ। তাই অতিরিক্ত ওজন কমিয়ে নিজের সঠিক ওজন কী ভাবে আনবে তা নিয়ে অনেকেই ভাবেন। অনেকে কিছুদিন চেষ্টাও করেন কিন্তু তারপর হাল ছেড়ে দেন। তাঁদের কাছে অনুপ্রেরণা হতে পারেন ক্যান্ডেস স্ট্রীচ। তার ওজন ছিল ১৩৩ কেজি সেই ওজনকে তিনি ৬৮ কেজিতে নামিয়ে আনেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তখন প্রতিদিন তিনি ৮৫ থেকে ১৪১ গ্রাম প্রোটিন রাখতেন নিজের খাদ্যতালিকায়। পাশাপাশি ডায়েটে ফাইবার এবং কার্বোহাইড্রেটের ভারসাম্য বজায় রাখতে শুরু করেন। সঙ্গে প্রতিদিন ব্যায়াম করতেন। সপ্তাহে ৪-৫ দিন জিমে যেতেন। যেদিন গুলিতে জিমে যেতেন না, সে দিন তিনি অনেক হাঁটতেন। পাশাপাশি প্রতিদিন যোগব্যায়ামও করতেন যা তাঁকে ওজন কমাতে অনেক সাহায্য করেছিল।' (দাবিত্যাগ: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন )
