চিড়িয়াখানায় এন্ট্রি এবার আরও সহজ! অনলাইনে পেয়ে যাবেন টিকিট 

Last Updated:
Alipore Zoo- এবার আলিপুর চিড়িয়াখানায় এন্ট্রি আরও সহজ। অনলাইনে মিলছে চিড়িয়াখানার টিকিট। নতুন এই ব্যবস্থার ফলে লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাট নেই।
1/6
এবার আলিপুর চিড়িয়াখানায় এন্ট্রি আরও সহজ। অনলাইনে মিলছে চিড়িয়াখানার টিকিট। নতুন এই ব্যবস্থার ফলে লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাট নেই।
এবার আলিপুর চিড়িয়াখানায় এন্ট্রি আরও সহজ। অনলাইনে মিলছে চিড়িয়াখানার টিকিট। নতুন এই ব্যবস্থার ফলে লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাট নেই।
advertisement
2/6
এমনিতেই বছর শেষের দিনগুলিতে বাঘ-সিংহ-হাতি দেখতে ভিড় বাড়ছে চিড়িয়াখানায়। সেখানে ভিড় এড়িয়ে সহজেই এই টিকিট কাটা যাচ্ছে।
এমনিতেই বছর শেষের দিনগুলিতে বাঘ-সিংহ-হাতি দেখতে ভিড় বাড়ছে চিড়িয়াখানায়। সেখানে ভিড় এড়িয়ে সহজেই এই টিকিট কাটা যাচ্ছে।
advertisement
3/6
নয়া এই ব্যবস্থায় অনলাইনে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটা যাচ্ছে‌। আলিপুর চিড়িয়াখানার ওয়েবসাইটে ঢুকে ই-টিকিট আইকনে গিয়ে নির্দিষ্ট তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে কেটে ফেলতে হবে টিকিট।
নয়া এই ব্যবস্থায় অনলাইনে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটা যাচ্ছে‌। আলিপুর চিড়িয়াখানার ওয়েবসাইটে ঢুকে ই-টিকিট আইকনে গিয়ে নির্দিষ্ট তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে কেটে ফেলতে হবে টিকিট।
advertisement
4/6
২০২৪ সালে দেড়শো বছর পূর্ণ করেছে আলিপুর চিড়িয়াখানা। সেজন্য এখানে এক অভিনব আয়োজন করা হয়েছে। এই প্রথমবার মানুষজন খাঁচায় বন্দি থাকবে। বাইরে থাকবে পাখিরা।
২০২৪ সালে দেড়শো বছর পূর্ণ করেছে আলিপুর চিড়িয়াখানা। সেজন্য এখানে এক অভিনব আয়োজন করা হয়েছে। এই প্রথমবার মানুষজন খাঁচায় বন্দি থাকবে। বাইরে থাকবে পাখিরা।
advertisement
5/6
বাঘ, সিংহ, জেব্রা, হরিণ, গন্ডার, হাতি—সব মিলিয়ে ১২০০ বেশি পশুপাখি দেখা যায় এখানে। পাঁচ বছরের নীচের শিশুদের জন্য এন্ট্রি ফি ২০ টাকা, পাঁচ বছরের ঊর্ধ্বে সকলকেই দিতে হবে ৫০ টাকা।
বাঘ, সিংহ, জেব্রা, হরিণ, গন্ডার, হাতি—সব মিলিয়ে ১২০০ বেশি পশুপাখি দেখা যায় এখানে। পাঁচ বছরের নীচের শিশুদের জন্য এন্ট্রি ফি ২০ টাকা, পাঁচ বছরের ঊর্ধ্বে সকলকেই দিতে হবে ৫০ টাকা।
advertisement
6/6
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রোজই খোলা থাকছে এই চিড়িয়াখানা। রোজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘোরা যাবে এখানে।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রোজই খোলা থাকছে এই চিড়িয়াখানা। রোজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘোরা যাবে এখানে।
advertisement
advertisement
advertisement