Kolkata: রোদ্দুর আছে, কিন্তু ছায়া কই? কলকাতায় পরপর ২ দিন হতে চলেছে ‘জিরো শ্যাডো ডে’! অন্য জেলায় কবে, কোথায়?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Zero Shadow Day: রাস্তায় বেরোলেই মাথার উপর চড়া রোদ। রোদে বেরলো ছায়া পড়বে, এ কথা খুবই স্বাভাবিক। তবে খুব তাড়াতাড়ি এমন একটি দিন আসছে যখন রোদে বেরোলেও ছায়া পড়বে না কলকাতায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কোন জেলায় কবে?কলকাতা: জুন ৫, সকাল ১১:৩৪:৫৪ ; জুলাই ৭, সকাল ১১:৪১:২৪বর্ধমান: জুন ১৪, সকাল ১১:৩৮:৪৪ ; জুন ২৮, সকাল ১১:৪১:৪৫খড়গপুর: জুন ৩, সকাল ১১:৩৮:৫২ ; জুলাই ৯, সকাল ১১:৪৫:৫৮মায়াপুর: জুন ১৯, সকাল ১১:৩৭:৫৩ ; জুন ২৩, সকাল ১১:৩৮:৪৫ডায়মন্ড হারবার: জুন ২, সকাল ১১:৩৫:১০ ; জুলাই ১০, সকাল ১১:৪২:৩৪কৃষ্ণনগর: জুন ১৭, সকাল ১১:৩৬:৫৮ ; জুন ২৫, সকাল ১১:৩৮:৪৩
advertisement
হলদিয়া: জুন ১, সকাল ১১:৩৫:২৯ ; জুলাই ১১, সকাল ১১:৪৩:১০মেদিনীপুর: জুন ৪, সকাল ১১:৩৯:১৭ ; জুলাই ৮, সকাল ১১:৪৫:৫৩ব‍্যারাকপুর: জুন ৭, সকাল ১১:৩৫:১৯ ; জুলাই ৫, সকাল ১১:৪১:০৪বারুইপুর: জুন ৩, সকাল ১১:৩৪:২৪ ; জুলাই ৯, সকাল ১১:৪১:৩দিঘা: মে ২৯, সকাল ১১:৩৭:১০; জুলাই ১৪, সকাল ১১:৪৫:৩৯পুরুলিয়া: জুন ১৬, সকাল ১১:৪৫:১৪ ; জুন ২৭, সকাল ১১:৪৭:৩৬কল্যাণী: জুন ১০, সকাল ১১:৩৫:৩৮ ; জুলাই ২, সকাল ১১:৪০:১৬হাবড়া: জুন ৮, সকাল ১১:৩৪:৩৫ ; জুলাই ৪, সকাল ১১:৩৯:৫৮