রাহুর গ্রাস থেকে 'ব্লাড মুন' পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন শুরু কখন শেষ? কেন লাল হবে চাঁদ? কাদের দেখতে নেই? কী বলছে বিজ্ঞান? কী জানালেন জ্যোতির্বিদ সঞ্জীব সেন

Last Updated:
বিজ্ঞানের নজরে চন্দ্র বা সূর্যগ্রহণ আদতে প্রাকৃতিক বা মহাজাগতিক ঘটনা ছাড়া কিছু নয়। তার মধ্যে চন্দ্রগ্রহণ সুদৃশ্য একটি বিষয়। তাই কুসংস্কারমুক্ত মনে এই প্রাকৃতিক ঘটনাকে প্রত্যক্ষ করা উচিত। এই প্রসঙ্গে পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের প্রাক্তন অধিকর্তা সঞ্জীব সেন কখন, কোথায়, কী ভাবে গ্রহণ দেখতে হবে তারই হদিস দিলেন।
1/13
Lunar eclipse 2025: What makes it a ‘blood moon’?
গ্রহণ নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। কিন্তু এই কৌতূহলের পাশাপাশি রয়েছে বেশ কিছু ভ্রান্তিও। সেই ভুল ধারণা থেকে জন্ম নিয়েছে কুসংস্কার। অনেকেই সেই কুসংস্কারকে মনে থেকে দূর করতে পারছেন না। যদিও বিজ্ঞানের নজরে চন্দ্র বা সূর্যগ্রহণ আদতে প্রাকৃতিক বা মহাজাগতিক ঘটনা ছাড়া কিছু নয়। তার মধ্যে চন্দ্রগ্রহণ সুদৃশ্য একটি বিষয়। তাই কুসংস্কারমুক্ত মনে এই প্রাকৃতিক ঘটনাকে প্রত্যক্ষ করা উচিত। এই প্রসঙ্গে পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের প্রাক্তন অধিকর্তা সঞ্জীব সেন কখন, কোথায়, কী ভাবে গ্রহণ দেখতে হবে তারই হদিস দিলেন।
advertisement
2/13
ফলত তিন রাশির মহিলাদের উপরে বড়সড় প্রভাব বিস্তার করবে ৷ যে কাজে হাত দেবেন সেই কাজ আরও সুন্দর হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
কেন হয় গ্রহণ?
চাঁদের নিজস্ব কোনও আলো নেই। পৃথিবীর একমাত্র উপগ্রহের উপর সূর্যের আলো পড়ে। তার পরেই তাকে দেখা যায়। পৃথিবী চাঁদ এবং সূর্যের মধ্যে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ।
advertisement
3/13
জ‍্যোতিষশাস্ত্রমতে, সূতক কালের মধ‍্যে খিদে পেলেও শিশু, বৃদ্ধ এবং রোগীদের ছাড়া অন্যদের জন্য খাবার খাওয়া নিষিদ্ধ। তবে, যদি খুব প্রয়োজন হয় তবে তুলসী, কুশ বা দূর্বার মতো পবিত্র পাতা খাবারে মিশিয়ে খাওয়া যেতে পারে।
কবে এবং কখন দেখা যাবে গ্রহণ?
গ্রিনিচ মান মন্দির বা ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট (ইউটিসি) অনুসারে ৭ সেপ্টেম্বর, রবিবার বিকেল ৩টে ২৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ।ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাত ৮টা ৫৮ মিনিট। অন্যদিকে, ইউটিসি অনুসারে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটে শেষ হবে এই গ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী তখন ৮ সেপ্টেম্বর, সোমবার রাত ২টো বেজে ২৫ মিনিট। পূর্ণগ্রাস গ্রহণের সময়ে চাঁদের রং হয়ে উঠবে লাল। ভারতে সেই দৃশ্য দেখা যাবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে।
advertisement
4/13
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য আসতে চলেছে বিশাল টাকা পয়সা আসতে চলেছে ৷ কেরিয়ারে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসবে ৷ প্রতীকী ছবি ৷
কোথা থেকে দেখা যাবে?
এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা মহাদেশ থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে এই গ্রহণ স্পষ্ট দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু, এইক্ষেত্রে অবশ্যই আবহাওয়া অনুকূল থাকতে হবে। আকাশে মেঘ থাকলে গ্রহণ দেখায় বিঘ্ন হতে পারে।
advertisement
5/13
জীবন সাফল্য পাবেন জাতক-জাতিকারা ৷ আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও সুন্দরও সুরক্ষিত হতে চলেছে ৷ পরিবারের সম্মান বজায় থাকবে ৷ প্রতীকী ছবি ৷
কী ভাবে দেখতে হবে?
সূর্যগ্রহণের ক্ষেত্রে যেমন বিশেষ চশমার প্রয়োজন হয়। চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কোনও বিশেষ চশমার প্রয়োজন হয় না। খালি চোখেই দেখা যায় গ্রহণ। গ্রহণের সময়ে চাঁদ থাকে ফ্যাকাশে। সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের সমস্যা হয়। কিন্তু চাঁদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে চাঁদে পড়ে। সেখান থেকে সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলেই আমরা চাঁদকে দেখতে পাই। তাই চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে চোখের কোনও সুরক্ষার প্রয়োজন নেই। রবিবার রাতে কোনও অন্ধকার জায়গায় দাঁড়িয়ে খালি চোখে আকাশে তাকালেই দেখা যাবে চন্দ্রগ্রহণ।
advertisement
6/13
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরাম সূত্রে জানা গিয়েছে চন্দ্রগ্রহণে রক্ত বর্ণের চাঁদ দেখতে পাওয়া যাবে ৷ ৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯.৫৭-তে শুরু হবে গ্রহণ চলবে ৮ সেপ্টেম্বর ২০২৫, রাত ০১.২৬-এ ৷ প্রতীকী ছবি ৷
কেমন ভাবে বদলে যাবে চাঁদের রূপ?
রবিবার রাত ৯টা পর্যন্ত যে কোনও পূর্ণিমার মতো ঝলমল করবে চাঁদ। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ফ্যাকাশে হতে থাকবে চাঁদ। ক্রমে হলুদ বর্ণ ধারণ করবে সে। রাত ১০টার পর থেকে চাঁদের এক দিক হবে কালচে, এক দিক হবে ফ্যাকাশে। রাত ১১টা থেকে লালচে হতে থাকবে চাঁদ।
advertisement
7/13
চন্দ্রগ্রহণের ফলে বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন আরও সুন্দর হতে চলেছে ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
রবিবার কখন সবচেয়ে লাল হবে চাঁদ?
রবিবার রাত ১১টা ৪২ মিনিটে (ভারতীয় সময়) সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দেখা যাবে চাঁদকে। ওই সময়ে চাঁদের রং থাকবে গাঢ় লালচে।
advertisement
8/13
বিশেষত বছরের প্রথম চন্দ্রগ্রহণের ফলে ৪ রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
গ্রহণের চাঁদ কখন সবচেয়ে লাল হয়?
চাঁদ উদয় বা অস্ত হচ্ছে (দিগন্তের কাছাকাছি থাকলে), এমন সময়ে গ্রহণ হলে তাকে সবচেয়ে বেশি লাল দেখায়। কারণ, সে সময় আবহাওয়া মণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের আলোকে অনেকটা ভ্রমণ করে চাঁদে পৌঁছোতে হয়। চাঁদ মাথার উপরে থাকার সময়ে গ্রহণ হলে তাকে ‘প্রকট’ লালচে কালো না-ও দেখা যেতে পারে। রবিবার যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে, তখন ভারতে মধ্যরাত। ৭ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সে সময় চাঁদ যেহেতু মধ্যগগনে থাকবে, তাই ভারত থেকে গ্রহণের চাঁদকে ততটা লাল না-ও দেখাতে পারে।
advertisement
9/13
অনেক সময় এর কারণ আমাদের গ্রহদোষ, বিশেষ করে রাহু। রাহু সমস্যায় ফেললে অকারণে দুশ্চিন্তা, ভয়, রাগ এবং অর্থকষ্ট বৃদ্ধি পায়। এমন অবস্থায় এই সহজ উপায় রাহুর সমস্যাকে অনেকটাই কমাতে পারে।
রাহুর গ্রাস বলা হয় তা কি ঠিক?
অতীতে অনেকে মনে করতেন, ‘রাহু’ নামে এক রাক্ষস চাঁদ বা সূর্যকে গিলে খায়। তাই মাঝেমধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে সূর্য এবং চাঁদ। কিন্তু সেই রাক্ষসের গলা কাটা বলে তারা আবার গ্রাস থেকে বেরিয়ে আসে। এ নিয়ে বিজ্ঞানীরা বার বার বুঝিয়েছেন। তবু বহু মানুষের মনে সংশয় রয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে এক প্রবন্ধে আক্ষেপ করেছিলেন স্বয়ং আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি আক্ষেপের সঙ্গেই লিখেছিলেন, গ্রহণ কেন হয়, তা ক্লাসে ছাত্রদের পড়িয়েছেন। ছাত্রেরা পড়ে পরীক্ষা দিয়ে পাশ করেছে। তার পরেও চন্দ্রগ্রহণ হলে সেই তারাই ঢাকঢোল বাজিয়েছে! কুসংস্কার সমস্ত পালন করেছে।
advertisement
10/13
বছরের শেষ সূর্যগ্রহণ আরও সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে ৷ কেননা ভারতে ৯.৫৮ থেকে ১.২৬ পর্যন্ত চলবে এই গ্রহণ লাগতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
গ্রহণ সকলের দেখতে নেই?
চন্দ্রগ্রহণ দেখা এক সুন্দর অভিজ্ঞতা। সকলের জন্য গ্রহণ দেখা ক্ষতিকর এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। এ সব মনগড়া বিশ্বাস, যা মানুষকে ভুল পথে চালিত করে। এর কোনও ভাল দিক নেই। বরং মনে কোনও চিন্তা, দ্বিধা না রেখে সকলেরই রবিবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা উচিত।
advertisement
11/13
এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা না গেলেও ডাঃ অরুণা কালরা বলেন, একজন নারীকে সুস্থ মা হতে হলে দুই সন্তানের মধ্যে অন্তত দুই বছরের ব্যবধান থাকতে হবে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনও নিয়ম নেই। তিনি বলেন, একজন নারীকে গর্ভাবস্থায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তারপর শিশুর জন্মের পর তাকে খাওয়ানো এবং যত্ন নেওয়ার জন্য অনেক সময় ব্যয় করতে হয়।
সন্তানসম্ভবাদের গ্রহণ দেখতে নেই?
সন্তানসম্ভবারা গ্রহণ দেখলে খারাপ কিছু হয় বলে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।
advertisement
12/13
দ্রুত ও চাপের মধ্যে খাওয়া-কাজ করতে করতে খাওয়া, ভালোভাবে না চিবিয়ে খাওয়া বা খাওয়ার সময় মোবাইল দেখা—এই অভ্যাসগুলোও হজমে সমস্যা তৈরি করে। ধীরে ধীরে চিবিয়ে খাওয়া হজমের জন্য উপকারী।
গ্রহণের সময় খেতে নেই?
সূর্য এবং চন্দ্রগ্রহণ মহাজাগতিক ঘটনা। তাকে কেন্দ্র করে কিছু চিন্তাভাবনা রয়েছে। কিন্তু সেই চিন্তাভাবনার সত্যতার প্রমাণ কেউ দিতে পারেননি। গ্রহণের সময়ে খাওয়াদাওয়া না করার যে যুক্তি দেওয়া হয়, তা বিজ্ঞানসম্মত নয়। সূর্যগ্রহণের ক্ষেত্রে বলা হয়, সূর্য ঢাকা পড়ে গেলে কিছু খেতে নেই। সন্ধ্যায় বা রাতে সকলেই খান। তখন সূর্য আকাশে থাকে না। একই ভাবে আকাশে চাঁদের অনুপস্থিতিতেও খাওয়া-দাওয়া করা হয়। গ্রহণের সঙ্গে খাওয়াদাওয়া করার কোনও সম্পর্ক নেই। এটা শুধুই কুসংস্কার।
advertisement
13/13
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
ফের কবে ভারত থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ?
ভারত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবার দেখা যাবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর।
advertisement
advertisement
advertisement