তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, হঠাৎ বদলে যাবে বাংলার আবহাওয়া! বড় পূর্বাভাস হাওয়া অফিসের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
চড়ল পারদ, শীতের আমেজ উধাও? হঠাৎ বদল বাংলার আবহাওয়ায়! বড় আপডেট জানুন।
advertisement
advertisement
advertisement
advertisement
আগামী ২৪ ঘণ্টায় কাশ্মীর উপত্যকায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। আগামী দু-তিন দিনে জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত্য নয় নভেম্বর নিম্নচাপে পরিণত হবে এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু ও পন্ডিচেরী উপকূল।
advertisement
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। নিম্নচাপটি পরবর্তী ৪৮ ঘন্টায় শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও শক্তি বাড়াবে। তামিলনাড়ু ও পন্ডিচেরী উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আমাদের রাজ্যেও।
advertisement
আগামী সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। সিকিম, দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই আবহাওয়ার পরিবর্তন পার্বত্য এলাকায়। সোম ও মঙ্গলবার এই বৃষ্টির সম্ভাবনা বেশি। পার্বত্য এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
advertisement
জেলায় জেলায় হালকা শীতের আমেজ সকালে ও সন্ধ্যায়। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে শীতের আমেজ একটু বাড়বে, তাপমাত্রা ক্রমশ কমবে। সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির করতে পারে বেশ কিছু এলাকায়। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে, শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে।
advertisement
advertisement
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমালয়ের পশ্চিম পার্বত্য এলাকায়। বৃষ্টি ও তুষারপাত হতে পারে মঙ্গলবার পর্যন্ত। জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ হিমাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং সমতল এলাকাতেও হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা। ৬ নভেম্বর পঞ্জাবে বৃষ্টির সম্ভাবনা। উত্তরাখন্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। (তথ্য- বিশ্বজিৎ সাহা)