উত্তরবঙ্গে আজ, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আগামিকাল, শনিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকার জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। রবিবার উত্তরবঙ্গ জুড়েই ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকবে।
গতকাল, বৃহস্পতিবার বেশিরভাগ জেলাতে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। আজ, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা তাই অনেকটাই কম। কাল থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। কলকাতাতে ঝড়-বৃষ্টি হওয়ায় রাতের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। শনিবার থেকে সোমবারের মধ্যে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শহরে। বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনের বেলায় অস্বস্তি থাকবে।
আজ, শুক্রবার কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত ২৪ ঘণ্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৪ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৪.৮ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।