West Bengal Weather Update: ঝড়-বৃষ্টি চলবে গোটা রাজ্যে, কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Last Updated:
পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল। কিন্তু ঝড়-বৃষ্টি এখনই থামছে না রাজ্যে। আজ ঝড়-বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে।
1/6
নিম্নচাপ সরেছে। প্রভাব কমছে মৌসুমী অক্ষরেখার। আবহাওয়ার কিছুটা উন্নতি দক্ষিণবঙ্গে। আজ, বুধবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আগামিকাল, বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়েই বাড়বে বৃষ্টি ৷ শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির স্পেল থাকবে। রবিবার থেকে ফের কমতে পারে বৃষ্টির ব্যাপকতা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
নিম্নচাপ সরেছে। প্রভাব কমছে মৌসুমী অক্ষরেখার। আবহাওয়ার কিছুটা উন্নতি দক্ষিণবঙ্গে। আজ, বুধবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আগামিকাল, বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়েই বাড়বে বৃষ্টি ৷ শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির স্পেল থাকবে। রবিবার থেকে ফের কমতে পারে বৃষ্টির ব্যাপকতা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টির প্রভাব কমবে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টির সতর্কতা। উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টির প্রভাব কমবে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টির সতর্কতা। উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
advertisement
3/6
পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল। কিন্তু ঝড়-বৃষ্টি এখনই থামছে না রাজ্যে। আজ ঝড়-বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বুধবার উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তাল থাকতে পারে সমুদ্র। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল। কিন্তু ঝড়-বৃষ্টি এখনই থামছে না রাজ্যে। আজ ঝড়-বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বুধবার উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তাল থাকতে পারে সমুদ্র। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
advertisement
4/6
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।
advertisement
5/6
কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। আজ, বুধবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি; বৃষ্টি না হলে অস্বস্তি বাড়তে পারে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। আজ, বুধবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি; বৃষ্টি না হলে অস্বস্তি বাড়তে পারে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
6/6
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১১.৭ মিলিমিটার।
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১১.৭ মিলিমিটার।
advertisement
advertisement
advertisement