West Bengal Weather: গভীর নিম্নচাপের প্রবেশ স্থলভাগে, চূড়ান্ত সতর্কতা বাংলায়! আসছে প্রবল ঝড়-বৃষ্টি?
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal Weather: আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রী সেলসিয়াস। (প্রতিবেদন: বিশ্বজিৎ সাহা)
দিনভর মেঘলা আকাশ। হালকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সর্তকতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল কমবে বৃষ্টির পরিমাণ। বুধবার থেকে পরিস্থিতির উন্নতি। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে চাঁদবালির কাছে ওড়িশার স্থলভাগে প্রবেশ করেছে।
advertisement
advertisement
এই সিস্টেমগুলির প্রভাবে আজ ওড়িশায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছত্রিশগড় মহারাষ্ট্র কঙ্কন এবং গুজরাটে। আগামী দু-তিন দিন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় মূলত মেঘলা আকাশ। হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির দফায় দফায়। দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
advertisement
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা দক্ষিন ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা উত্তর ২৪ পরগনা এবং হাওড়া জেলায়।ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।আগামীকাল মঙ্গলবারেও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
advertisement
পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আবহাওয়াবিদদের ধারণা।উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয়বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।








