Murshidabad News: মালাই স্যান্ডউইচ ও শাহী টুকরা এই মিষ্টি হয়তো খাননি। কিন্তু এই মিষ্টি খেলেই বাকি যেকোন মিষ্টির স্বাদ খাওয়া ভুলে যাবেন ।শহর বহরমপুরে ওয়াই এম এ মাঠে স্বামী স্ত্রীর হাতে এই মিষ্টি খেতে ভিড় করছেন ক্রেতারা। ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই মিষ্টির পদ। বিশেষ করে দুধের মিশ্রন দিয়ে তৈরি শাহী টুকরা খাচ্ছেন ভোজন রসিক বাঙালি।
Last Updated: Dec 30, 2025, 19:36 IST


