West Bengal Weather Update: উত্তরে সক্রিয় হলেও দক্ষিণে দুর্বল হয়ে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, ভারী বৃষ্টি কি হবে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: উত্তরে সক্রিয় হলেও দক্ষিণে দুর্বল হয়ে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তার ফলে বর্ষা এলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে।
উত্তরে সক্রিয় হলেও দক্ষিণে দুর্বল হয়ে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তার ফলে বর্ষা এলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু পৌঁছনোর সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়লেও হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি বলে অনুমান আবহাওয়াবিদদের। বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। শুক্রবারের মধ্যে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। Story: Biswajit Saha
advertisement
বৃহস্পতিবার মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তুলনায় দুর্বল হয়ে মৌসুমী বায়ু ঢুকবে দক্ষিণবঙ্গে। তাই শুরুতে ভারী বৃষ্টি না হলেও পরবর্তীকালে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও একটু সরে শিলিগুড়ি থেকে নেমে বালুরঘাট পর্যন্ত প্রভাব বিস্তার করেছে। এখনও উত্তরবঙ্গে মালদহে মৌসুমি বায়ুর প্রভাব এর বাইরে রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ঢুকে পড়বে মৌসুমী বায়ু। একই সঙ্গে ওড়িশা, বিহার এবং ঝাড়খন্ডে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে।
advertisement
এছাড়াও পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে হরিয়ানা থেকে অসম পর্যন্ত ৷ যা উত্তরপ্রদেশ বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আগামী চার-পাঁচদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টি হবে। মালদহ ছাড়া বাকি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আরও ২৪ ঘণ্টা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
advertisement
মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দিউ, জলগাঁও, তিরুপতি, পন্ডিচেরি হয়ে উত্তরবঙ্গের বালুরঘাটের উপর দিয়ে বিস্তৃত। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর আরবসাগর গুজরাতের আরও কিছু অংশ, মহারাষ্ট্র মারাঠেওয়াড়া কর্ণাটক, তামিলনাড়ু, মধ্যপ্রদেশের কিছু অংশ এবং তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশের কিছু অংশে প্রবেশ করবে মৌসুমী বায়ু। পরবর্তী দু’দিনে তেলেঙ্গানার বাকি অংশ অন্ধ্রপ্রদেশের বাকি অংশ এবং বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাংশে, ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড, বিহারের বেশিরভাগ অংশেই প্রবেশ করবে। ঘূর্ণাবর্ত হয়েছে ওড়িশা উপকূল এবং পূর্ব-মধ্য আরব সাগরে। পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত হয়েছে তার সঙ্গে অক্ষরেখা। আরও একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে হরিয়ানা থেকে অসম পর্যন্ত। এই অক্ষরেখাটি উত্তর প্রদেশ, বিহার, উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে গিয়েছে। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ও মধ্য ভারতের কিছু অংশে।