West Bengal Weather Update : প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার পূর্বাভাস! আজ থেকে চূড়ান্ত সতর্কতা দক্ষিণের 'এই' জেলাগুলিতে...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather Update : রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায়।
বেলা বাড়তেই স্পষ্ট হল নিম্নচাপের জের। হুড়মুড়িয়ে বৃষ্টি নামল কলকাতা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায়। আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ (West Bengal Weather Update)। নিম্নচাপের প্রভাবে ওড়িশায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের (West Bengal Weather Update) বেশকিছু জেলায়। বইবে ঝোড়ো হাওয়া উপকূলে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আগামী তিন দিন।
advertisement
advertisement
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আজ শনিবার নিম্নচাপ তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে। নিম্নচাপটি ক্রমশ বাংলা উড়িষ্যা উপকূলের দিকে এগোবে। রবিবারের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম।অন্য একটি নিম্নচাপ ক্রমশ সরে রাজস্থানের উপর রয়েছে।
advertisement
advertisement
কলকাতায় মূলত মেঘলা আকাশ। দুই এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯৩ শতাংশ। সামান্য বৃষ্টি হয়েছে।
advertisement
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায়। উপকূলের তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
সোমবারেও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবারেও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
advertisement
রবি ও সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ডে।আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কঙ্কন ও গোয়া ওড়িশা এবং ছত্রিশগড়ে। ভারী বৃষ্টি হবে অন্ধপ্রদেশ উপকূল কেরালা তেলেঙ্গানা তামিলনাডু এবং পুদুচেরি ও করাইকালে। আগামী ২৪ ঘণ্টায় পাঞ্জাব হরিয়ানা উত্তরাখান্ড রাজস্থান হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস।