আগামী ছয়দিন তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্ষশেষের দিনে ন্যূনতম তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আজ কলকাতায় সর্বনিম্ন ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। আগামী কয়েকদিনে আরো একটু বাড়তে পারে তাপমাত্রা। আজ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।