হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখনও দুর্বল মৌসুমী বায়ু। জুন মাসে দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। জুলাইতেও ঘাটতি রয়েছে বৃষ্টিপাতের। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বাড়বে বৃষ্টিপাত, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানা যাচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সতর্কবার্তা প্রশাসনের তরফ থেকে মাইকের মাধ্যমে জানানো হয়েছে নামখানা ও মৌসুনি দ্বীপের বাসিন্দাদের। পাশাপাশি কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ পাথরপ্রতিমা থেকে যে সমস্ত ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গিয়েছে তাদেরকে অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে এবং আগামী ১৩ ও ১৪ তারিখ সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করার হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় ঘণ্টায় পরিণত হতে পারে নিম্নচাপে। এর ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ । বেশি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই পরিস্থিতিতে ওড়িশার নিম্নচাপের জেরে বঙ্গের বর্ষা প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে।