West Bengal Covid Update: একদিনে ২৩০০ পার! লাফিয়ে বাড়ছে রাজ্যের Coronavirus আক্রান্ত! ভয় দেখাচ্ছে দুই জেলা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Covid Update: রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৫২। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা থেকে যা একলাফে অনেকটাই বেশি।
advertisement
আজ রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৫২। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল দু’হাজারের নিচে। জেলাগুলির মধ্যে আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা। এখানে করোনা (West Bengal Covid Update) আক্রান্ত হয়েছেন ৮২৫ জন। যা গতকালের চেয়ে বেশ খানিকটা বেশি। প্রতীকী ছবি।
advertisement
advertisement
অন্যদিকে দেশেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ (Coronavirus)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এতদিন করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যের ব্যবধান কমানো হল। এতদিন দ্বিতীয় ডোজের ৯ মাস পর বুস্টার ডোজ (Booster Dose) নেওয়া যেত। এবার সেই ব্যবধান কমিয়ে করা হল ৬ মাস। প্রতীকী ছবি।
advertisement
কোভিড সংক্রমণ (West Bengal Covid Update) যদি আরও বাড়তে থাকে ৭২ ঘণ্টার মধ্যে ফের করোনার বিরুদ্ধে যুদ্ধ নামতে পারবে তো রাজ্যের সব হাসপাতাল? বুধবার সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্যকর্তাদের সঙ্গে ভিডিও বৈঠক করে রাজ্যের কোন হাসপাতালে কত শয্য়া করোনার জন্য বরাদ্দ অথবা কোথায় কত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী দরকার কিংবা অক্সিজেন ও ওষুধ মজুত আছে কিনা, তা জেলাগুলির কাছ থেকে জেনে নেয় স্বাস্থ্যভবন। প্রতীকী ছবি।
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি ও সারা পৃথিবীতে যে নিয়ম চলছে সেই দিকে খেয়াল রেখে বর্তমান স্ট্য়ান্ডিং টেকিনক্য়াল সাব -কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে করোনা টিকার দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যেকার সময়সীমা ৯ মাস অর্থাৎ ৩৯ সপ্তাহ থেকে কমিয়ে ৬ মাস অর্থাৎ ২৬ সপ্তাহ করা হোক। প্রতীকী ছবি।
advertisement
advertisement