ধেয়ে আসছে আমফান! সোমবার প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডবে আমূল পাল্টে যাবে রাজ্যের আবহাওয়া
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
আন্দামান সাগরের নিম্নচাপ শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপ রূপে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃহস্পতিবার সকালেই শক্তি সঞ্চয় করে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে।
• আগামীকাল, শুক্রবার গভীর নিম্নচাপ রূপে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে এটি। শনিবার সন্ধ্যায় মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরেই গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। শক্তি সঞ্চয় করে এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে রবিবার পর্যন্ত। তারপর এই ঘূর্ণিঝড় অভিমুখ পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
• আমফানের সরাসরি প্রভাব পড়তে শুরু করবে সোমবার থেকে এ রাজ্যে। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। মঙ্গলবার, ১৯ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে। সঙ্গে হালকা ঝড় হওয়ার সম্ভাবনা। এই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বুধবার। (প্রতীকী ছবি)
advertisement
• ঝড়ো হাওয়ার সঙ্গে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বুধবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। পশ্চিমবঙ্গ ওড়িশার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উত্তাল হবে। যারা গভীর সমুদ্রে আছেন মূলত উত্তর বঙ্গোপসাগরের দিকে সেই মৎস্যজীবীদের সোমবার সকালের মধ্যেই ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। (প্রতীকী ছবি)
advertisement