ফের জাঁকিয়ে ঠাণ্ডা ক্রিসমাস থেকে! ১৪ থেকে ১৫ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা! বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
1/8
★উত্তরবঙ্গের দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা। পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকবে। উপরের পাঁচ জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা সহ সংলগ্ন এলাকাতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। তাপমাত্রার খুব বেশি তারতম্য হবেনা আগামী পাঁচ থেকে সাত দিনে।
হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দফতর বড়দিন থেকে ফের কমবে তাপমাত্রা। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে। তবে জাঁকিয়ে শীত নয়। ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকতে পারে।
advertisement
2/8
একটানা ৯ দিন স্বাভাবিকের নীচে থাকার পর কলকাতায় স্বাভাবিকের উপরে রয়েছে পারদ। আজ, সোমবার ১৬ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলা সামান্য কমবে অনুভূতি।
আপাতত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজ কমল বেশ কিছুটা। উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
advertisement
3/8
শিলিগুড়ির মতো আকাশ পরিষ্কার রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, ইসলামপুর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই সকল জেলা অর্থাৎ পাহাড় থেকে সমতল উত্তরবঙ্গের কোনও জায়গার জন্যই আপাতত কোনওরকম সর্তকতা নেই।
কুয়াশার সম্ভাবনা বাড়বে।‌ পশ্চিমের জেলায় এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাতে।কাল শনিবার ঘন কুয়াশার সতর্কতা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
advertisement
4/8
কলকাতায় শীতের দাপট বাড়ছে। তাপমাত্রা নেমে এসেছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে, ফলে শহরজুড়ে ঠান্ডার অনুভূতি স্পষ্ট।
রবিবার ঘন কুয়াশার সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার ঘন কুয়াশার সতর্কতা উত্তর দিনাজপুর। বাকি জেলায় হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা।
advertisement
5/8
শীত কি খানিকটা কমল? সপ্তাহশেষে শীতের কাঁপুনি কেমন বাংলায়? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
তারতম্য খুব বেশি না হলেও সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তাপমাত্রা এক এবং দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ সামান্য কমবে। দিনভর শীতের অনুভূতি কার্যত উধাও। সকালে হালকা কুয়াশা, দু-এক জায়গায় মাঝারি কুয়াশা। ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই রাজ্যে। মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা।
advertisement
6/8
 দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
7/8
সকালের দিকে কুয়াশা থাকবে কলকাতাতেও। এ ছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত, জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা। পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকবে। উপরের পাঁচ জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা।
advertisement
8/8
একটানা ৯ দিন স্বাভাবিকের নীচে থাকার পর কলকাতায় স্বাভাবিকের উপরে রয়েছে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলা সামান্য কমবে অনুভূতি।
উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা সহ সংলগ্ন এলাকাতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না আগামী পাঁচ থেকে সাত দিনে।
advertisement
advertisement
advertisement