আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে আলিপুরে ২.২ মিলিমিটার।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। শনিবার থেকে সামান্য বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূলের দুই জেলা। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টাতেও উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে। তারপর থেকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।