Winter in Kolkata: ঠান্ডায় জলপাইগুড়িকে টেক্কা দমদমের! এই কারণেই কলকাতা এ বার তাড়াতাড়ি শীত এল

Last Updated:
Winter in Kolkata: খাতায় কলমে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ৷ বাংলা ক্যালেন্ডারে এখনও অগ্রহায়ণ৷ আসেনি পৌষ৷ কিন্তু তার মধ্যেই কলকাতা-সহ বাংলায় শীতের দাপট শুরু৷
1/8
খাতায় কলমে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ৷ বাংলা ক্যালেন্ডারে এখনও অগ্রহায়ণ৷ আসেনি পৌষ৷ কিন্তু তার মধ্যেই কলকাতা-সহ বাংলায় শীতের দাপট শুরু৷
খাতায় কলমে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ৷ বাংলা ক্যালেন্ডারে এখনও অগ্রহায়ণ৷ আসেনি পৌষ৷ কিন্তু তার মধ্যেই কলকাতা-সহ বাংলায় শীতের দাপট শুরু৷
advertisement
2/8
সোমবার সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় রাঢবঙ্গের দুই জেলা পুরুলিয়া আর বীরভূম টেক্কা দিয়েছে শৈলশহর কালিম্পংকে৷
সোমবার সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় রাঢবঙ্গের দুই জেলা পুরুলিয়া আর বীরভূম টেক্কা দিয়েছে শৈলশহর কালিম্পংকে৷
advertisement
3/8
দমদম এখনই এগিয়ে গিয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িকে৷ এমনকি, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে৷ যা স্বাভাবিকের তুলনায় কম৷
দমদম এখনই এগিয়ে গিয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িকে৷ এমনকি, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে৷ যা স্বাভাবিকের তুলনায় কম৷
advertisement
4/8
আবহবিদদের ধারণা, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ জেলাশহরগুলিতে আরও নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা৷
আবহবিদদের ধারণা, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ জেলাশহরগুলিতে আরও নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা৷
advertisement
5/8
কিন্তু এ বছর কেন সাততাড়াতাড়ি শীতের আগমন? আবহবিদের ধারণা, বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই৷
কিন্তু এ বছর কেন সাততাড়াতাড়ি শীতের আগমন? আবহবিদের ধারণা, বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই৷
advertisement
6/8
বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না থাকায় উত্তর পশ্চিম ভারত থেকে কনকনে ঠান্ডা বাতাস বয়ে আসছে পূর্ব ভারতে৷ তার ফলেই কলকাতা-সহ গোটা বাংলায় শীত পা রেখেছে৷
বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না থাকায় উত্তর পশ্চিম ভারত থেকে কনকনে ঠান্ডা বাতাস বয়ে আসছে পূর্ব ভারতে৷ তার ফলেই কলকাতা-সহ গোটা বাংলায় শীত পা রেখেছে৷
advertisement
7/8
তাছাড়া মেঘমুক্ত আকাশের জন্য দিনের বেলা রোদের তাপে মাটি গরম হলেও সূর্যাস্তের পর দ্রুত ঠান্ডা হতে পারছে৷
তাছাড়া মেঘমুক্ত আকাশের জন্য দিনের বেলা রোদের তাপে মাটি গরম হলেও সূর্যাস্তের পর দ্রুত ঠান্ডা হতে পারছে৷
advertisement
8/8
ভৌগোলিক এই কারণের জন্য দিনে ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকছে৷ রাতের বেলা ঠান্ডা পড়ছে হাড় কাঁপানো৷
ভৌগোলিক এই কারণের জন্য দিনে ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকছে৷ রাতের বেলা ঠান্ডা পড়ছে হাড় কাঁপানো৷
advertisement
advertisement
advertisement