শীতের আমেজ কলকাতা, আগামী দু-তিন দিনে কী আরও ঠান্ডা পড়বে ?

Last Updated:
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১° নিচে ২০ ডিগ্রি সেলসিয়াস।
1/4
বিহারের রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে তখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ও বেশ কিছুটা বাড়লো। প্রায় দু ডিগ্রি বেড়ে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আবার কুড়িতে পৌঁছলো।আগামী দু-তিন দিনে আরও ২/৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সপ্তাহের শুরুতে কলকাতায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে পৌঁছে ছিল। সপ্তাহান্তে সেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠবে বলে পূর্বাভাস মৌসম ভবনের। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ১২ ই নভেম্বর। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ ও মুজাফফরপুর তুষারপাতের সম্ভাবনা। উত্তরের সেই শীতল হাওয়া এসে ফের তাপমাত্রা কমাতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। তার আগে পারদ চড়বে কলকাতাসহ রাজ্যে।
বিহারের রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে তখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ও বেশ কিছুটা বাড়লো। প্রায় দু ডিগ্রি বেড়ে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আবার কুড়িতে পৌঁছলো।আগামী দু-তিন দিনে আরও ২/৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সপ্তাহের শুরুতে কলকাতায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে পৌঁছে ছিল। সপ্তাহান্তে সেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠবে বলে পূর্বাভাস মৌসম ভবনের। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ১২ ই নভেম্বর। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ ও মুজাফফরপুর তুষারপাতের সম্ভাবনা। উত্তরের সেই শীতল হাওয়া এসে ফের তাপমাত্রা কমাতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। তার আগে পারদ চড়বে কলকাতাসহ রাজ্যে।
advertisement
2/4
এদিন কলকাতায় মেঘমুক্ত আকাশ ।সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ১° নিচে ২০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯৪ শতাংশ। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার পর্যন্ত বৃষ্টি তামিলনাডু, কেরল, অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়।
এদিন কলকাতায় মেঘমুক্ত আকাশ ।সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ১° নিচে ২০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯৪ শতাংশ। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার পর্যন্ত বৃষ্টি তামিলনাডু, কেরল, অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়।
advertisement
3/4
উত্তর পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় ৷ এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আন্দামান ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর। এই ঘূর্ণাবর্তের সঙ্গেই দক্ষিণ ভারত পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই সিস্টেমের প্রভাবেই দক্ষিণ ভারতের বৃষ্টি চলবে। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের ঢুকবে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে।উত্তর ও উত্তর-পশ্চিমের সেই শীতল হাওয়া এসে আরো এক দফায় তাপমাত্রা কমাতে পারে মধ্য ও পূর্ব ভারতে।
উত্তর পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় ৷ এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আন্দামান ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর। এই ঘূর্ণাবর্তের সঙ্গেই দক্ষিণ ভারত পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই সিস্টেমের প্রভাবেই দক্ষিণ ভারতের বৃষ্টি চলবে। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের ঢুকবে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে।উত্তর ও উত্তর-পশ্চিমের সেই শীতল হাওয়া এসে আরো এক দফায় তাপমাত্রা কমাতে পারে মধ্য ও পূর্ব ভারতে।
advertisement
4/4
আগামী কয়েকদিন কুয়াশার দাপট দেখাতে পারে উত্তরপ্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে।
আগামী কয়েকদিন কুয়াশার দাপট দেখাতে পারে উত্তরপ্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে।
advertisement
advertisement
advertisement