'বিখ্যাত' এই ট্রেন বাংলায় ছুটবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে! কবে থেকে? জানুন বড় খবর!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Vande Bharat Express: অবশেষে অপেক্ষার অবসান ঘটল! সবকিছু ঠিকঠাক থাকলে দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসটি এবার হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলতে পারে বলে জানিয়েছে রেল।
এই রাজ্যে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনের পথচলাকে ঘিরে রাজ্যবাসীর উৎসাহর শেষ নেই। দিন কয়েক আগেই দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত জানিয়েছিলেন নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। এমতাবস্থায় অবশেষে অপেক্ষার অবসান ঘটল! সবকিছু ঠিকঠাক থাকলে দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসটি এবার হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলতে পারে বলে জানিয়েছে রেল।
advertisement
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে, হাওড়া থেকে সন্ধ্যে নাগাদ ট্রেনটি ছাড়তে পারে। এদিকে, আগামী দিনে হাওড়া-ভুবনেশ্বর, হাওড়া-রাঁচি, হাওড়া-পাটনা ও হাওড়া-ঝাড়সুগুদা রুটেও এই ট্রেন চালানো হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে দিল্লি থেকে কাটরা, দিল্লি থেকে বারাণসী, নয়াদিল্লি থেকে হিমাচল প্রদেশের অম্ব অন্দৌরা, গান্ধীনগর থেকে মুম্বই, চেন্নাই থেকে মাইসোর এবং বিলাসপুর থেকে নাগপুর এই ৬ টি রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে, এবার সপ্তম ট্রেনটি চলবে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত।
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে, যাত্রীদের নিরাপত্তার বিষয়টিতেও যথেষ্ট নজর দেওয়া হয়েছে এই বিখ্যাত দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেনের অন্দর সজ্জায়। ট্রেনটির কোচে রয়েছে লেভেল ২ ইন্টিগ্রেশন সার্টিফিকেশন সেফটি। তবে, আপাতত এই ট্রেনে শুধুমাত্র এসি চেয়ার কার রয়েছে। যদিও, আগামী কয়েক মাসের মধ্যে ট্রেনটিতে স্লিপার কোচ জুড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।