দেবীপক্ষের সূচনা, পিতৃপুরুষের তর্পণে ভিড় গঙ্গার ঘাটে ঘাটে

Last Updated:
দেবীপক্ষের সূচনা, পিতৃপুরুষের তর্পণে ভিড় গঙ্গার ঘাটে ঘাটে
1/5
 সূর্য কন্যারাশিতে। তার মানেই দেবীপক্ষের সূচনা। আর সেই সকালে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ মহালয়ায় তর্পণে গঙ্গার ঘাটে ভিড় করলেন মানুষ। পুর্বপুরুষকে স্মরণের মধ্যে দিয়েই দুর্গাপুজোকে বরণ করেন উৎসবপ্রিয় বাঙালি। আলো না ফুটতেই ঘুম ভাঙা। বছরের এই একটা দিন। তারপর আকাশবাণীতে জলদগম্ভীর গলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ। ছবি: অর্যমা দাস
সূর্য কন্যারাশিতে। তার মানেই দেবীপক্ষের সূচনা। আর সেই সকালে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ মহালয়ায় তর্পণে গঙ্গার ঘাটে ভিড় করলেন মানুষ। পুর্বপুরুষকে স্মরণের মধ্যে দিয়েই দুর্গাপুজোকে বরণ করেন উৎসবপ্রিয় বাঙালি। আলো না ফুটতেই ঘুম ভাঙা। বছরের এই একটা দিন। তারপর আকাশবাণীতে জলদগম্ভীর গলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ। ছবি: অর্যমা দাস
advertisement
2/5
দিনটা বিশেষ। সমস্ত বাঙালির কাছে। দিনটা একদিকে কষ্টের। অন্য দিকে আনন্দের। মহা আলয়ের সন্ধানে বর্তমান প্রজন্ম। দিনটা সেই কারণেই হয়তো মহালয়া নামেই পরিচিত। সকাল হতেই পিতৃপুরুষের তর্পণে ভিড় গঙ্গার ঘাটে ঘাটে। Photo Taken by Aryama Das
দিনটা বিশেষ। সমস্ত বাঙালির কাছে। দিনটা একদিকে কষ্টের। অন্য দিকে আনন্দের। মহা আলয়ের সন্ধানে বর্তমান প্রজন্ম। দিনটা সেই কারণেই হয়তো মহালয়া নামেই পরিচিত। সকাল হতেই পিতৃপুরুষের তর্পণে ভিড় গঙ্গার ঘাটে ঘাটে। Photo Taken by Aryama Das
advertisement
3/5
তর্পন। যার মাধ্যমেই মৃত পূর্বপুরুষের স্মরণ করা। সমস্ত জন জাতিতেই এই ইতিহাস প্রাচীন। শাস্ত্রমতে বলা হয়, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করাই তর্পনের মূল উদ্দেশ্য। Photo Taken by Aryama Das
তর্পন। যার মাধ্যমেই মৃত পূর্বপুরুষের স্মরণ করা। সমস্ত জন জাতিতেই এই ইতিহাস প্রাচীন। শাস্ত্রমতে বলা হয়, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করাই তর্পনের মূল উদ্দেশ্য। Photo Taken by Aryama Das
advertisement
4/5
তিল-জল মধু আর গঙ্গোদক আর চোখের জলে জানানো, তাঁকে ভোলেননি তাঁর উত্তরসূরীরা। উৎসবে আঙিনাতেও তাঁরা থাকবেন আত্মার আত্মীয় হয়ে। Photo Taken by Aryama Das
তিল-জল মধু আর গঙ্গোদক আর চোখের জলে জানানো, তাঁকে ভোলেননি তাঁর উত্তরসূরীরা। উৎসবে আঙিনাতেও তাঁরা থাকবেন আত্মার আত্মীয় হয়ে। Photo Taken by Aryama Das
advertisement
5/5
অনেক জায়গায় এইদিনেই দীর্ঘদিনের প্রথা মেনে প্রতিমার চক্ষুদান করেন প্রতিমা শিল্পীরা। এক পূণ্য দিনের সাক্ষী হিসেবে। Photo Taken by Aryama Das
অনেক জায়গায় এইদিনেই দীর্ঘদিনের প্রথা মেনে প্রতিমার চক্ষুদান করেন প্রতিমা শিল্পীরা। এক পূণ্য দিনের সাক্ষী হিসেবে। Photo Taken by Aryama Das
advertisement
advertisement
advertisement