Sougata Roy: দেখুন তো, মানুষটিকে চিনতে পারছেন? জলে ডুবে পাড়া, হাঁটুজলে নামলেন 'দাদা'
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sougata Roy: কলকাতার লেক গার্ডেন্স এলাকার বাসিন্দা সৌগত রায়। দক্ষিণ কলকাতায় এই এলাকাও ডুবে রয়েছে অন্তত এক হাঁটু জলের তলায়। (তথ্য ও ভিডিও সূত্র: কমলিকা সেনগুপ্ত)
advertisement
advertisement
advertisement
advertisement
রবিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার আলিপুর-বর্ধমান রোড, বেহালা, পর্ণশ্রী, বীরেন রায় রোড ওয়েস্ট-সহ ১২১ নম্বর ওয়ার্ড। জলের তলায় উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিট, মানিকতলা, অপরদিকে মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোড, বাটা মোড় থেকে জিনজিরা বাজার পর্যন্তও প্রবল জল জমেছে। সপ্তাহের প্রথম দিনে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ কাজের উদ্দেশ্যে বেরিয়ে চরম দুর্ভোগের শিকার সকলেই।