মাথায় বাজ পড়ে রাজ্যে মৃত ১৭! কখন-কোথায় বাজ পড়বে...হরদম অ্যালার্ট দেবে মোবাইল স্ক্রিন! এই অ্যাপের কথা জানেই না মানুষ
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
২০১৯ সালের নভেম্বরে Indian Institute of Tropical Meteorology পুণে এবং ভারত সরকারের Earth System Science Organisation দামিনী নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে। বজ্রপাতের আগাম সতর্কতার অ্যালার্ট দেওয়াই এই অ্যাপের অন্যতম প্রধান কাজ। মোবাইল গ্রাহকের ইউজার লোকেশন অন থাকলে তবেই এই অ্যাপ কাজ করে।
advertisement
advertisement
উদাহরণস্বরূপ, অ্যাপ ব্যবহারকারী নিজের লোকেশনে বসে দামিনী অ্যাপ নিজের ফোনে খুললে অ্যাপ দেখিয়ে দেয়, আগামী এক ঘণ্টায় সেখানে কোথাও কোনও বজ্রপাতের সম্ভাবনা আছে কি না। যেই মুহূর্তে সম্ভাবনা তৈরি হবে, সঙ্গে সঙ্গে অ্যাপ ওপেন করুন বা না করুন, আপনার স্ক্রিনে দামিনী অ্যাপ ক্রমাগত অ্যালার্ট পাঠাতে শুরু করবে। তবে শর্ত একটাই, অ্যাপ ব্যবহারকারীকে ফোনের ডেটা অন রাখতে হবে। এবং আপনার জিপিএস অন রাখতে হবে। ব্যাস তাহলেই নিরন্তর সতর্ক করার দায়িত্ব দামিনীর। Generated image
advertisement
advertisement
২০১৯ সালের নভেম্বরে Indian Institute of Tropical Meteorology পুণে এবং ভারত সরকারের Earth System Science Organisation দামিনী নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে। বজ্রপাতের আগাম সতর্কতার অ্যালার্ট দেওয়াই এই অ্যাপের অন্যতম প্রধান কাজ। মোবাইল গ্রাহকের ইউজার লোকেশন অন থাকলে তবেই এই অ্যাপ কাজ করে। Generated image
advertisement
গুগল প্লে স্টোর থেকে যেকোনও অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারি এই অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করতে পারেন। এখনও পর্যন্ত দেশীয় প্রযুক্তিতে তৈরি এটাই সর্বাধিক কার্যকরী বজ্রপাত সতর্কতা অ্যাপ। যদিও এই অ্যাপের কথা পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে তো বটেই শহরের ক’টা মানুষ জানেন সেটাই প্রশ্ন৷ এখানেই সচেতনতা প্রচারের খামতি চোখে পড়ে৷ Generated image
advertisement
ঠিক এই জায়গাটায় বাজ পড়বে, তা হয়ত নিশ্চিত করে বলতে পারে না এই অ্যাপ। তবে ঝড়বৃষ্টির মতো বজ্রপাতের পূর্বাভাস এখানে পাওয়া যেতে পারে। প্রাথমিক ভাবে এই প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক। কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিরিয়োলজি (আইআইটিএম) এবং আর্থ সায়েন্স সিস্টেম অর্গানাইজেশন (এসো)-এর বাজ চিহ্নিতকরণ সেন্সর বসানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরে। রামপুরহাট, দার্জিলিঙেও এই সেন্সর বসানো হয়েছে। Generated image