প্রাথমিক টেট নিয়ে বিপাকে পর্ষদ, আদালতের নির্দেশ মানলে দিতে হবে আরও হাজার হাজার চাকরি!
Last Updated:
প্রাথমিক টেট ঘিরে ফের আশঙ্কা, আদালতের নির্দেশে প্রবল সমস্যায় পর্ষদ
প্রশ্নভুল’ মামলায় বিপাকে পর্ষদ ৷ প্রাথমিক টেট পরীক্ষায় প্রশ্নভুল নিয়ে দায়ের হওয়া মামলায় আদালতের নির্দেশে নতুন করে সমস্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ ‘প্রশ্নভুল’ মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ ৷ পর্ষদকে নতুন করে ৬ নম্বর দিয়ে প্রকাশ করতে হবে নতুন মেধাতালিকা ৷ ২০১৪-র প্রাথমিক টেট ঘিরে সংকট।
advertisement
advertisement
আদালতের এই নির্দেশ কার্যকর হলে রাজ্যের আরও হাজারখানেক শিক্ষক চাকরি পেতে পারেন ৷ সেক্ষেত্রে প্রভাবিত হবে নিয়োগ প্রক্রিয়া ৷ এর ফলে টেট পরীক্ষায় উত্তীর্ণ ও বর্তমানে নিযুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে ৷ যদিও প্রশ্ন ভুল মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ে কোনও স্থগিতাদেশ দিল না বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ৷
advertisement
প্রাথমিকে নিয়োগের জন্য রাজ্যে দ্বিতীয় টেটের বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০১৪ সালে। পরীক্ষা হয় ২০১৫ সালের ১১ অক্টোবর। এই টেট পরীক্ষাতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে থেকে প্রাথমিকে ১৮ থেকে ২০ হাজার শিক্ষক নিয়োগও করা হয়। কিন্তু, প্রায় ৫০০ পরীক্ষার্থী হাইকোর্টে মামলা করে অভিযোগ করেন, পর্ষদের বেশ কিছু উত্তরে ভুল রয়েছে। সেই মামলার শুনানিতেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে, মামলাকারীদের উত্তর সঠিক হলে তাঁদের নম্বর যদি বাড়ে, সেক্ষেত্রে তাঁদের মেধা তালিকায় জায়গা দিতে হবে এবং বাড়তি ৬ নম্বর যোগ করতে হবে ৷