Bhasur and Jaa: ভাসুর- জা জুটিতে মিলে যা করতেন বাড়ির ছোট বউয়ের সঙ্গে, তারপর ছোট বউয়ের আর পথ রইল না ‘এটা’ করা ছাড়া

Last Updated:
Bhasur and Jaa: পারিবারিক অশান্তি। বড় জা এর চড়, অপমানে গায়ে আগুন গৃহবধূর।
1/5
কলকাতা: পারিবারিক অশান্তি। বড় জা এর চড়, অপমানে গায়ে আগুন গৃহবধূর। প্রায় চার দিন মৃত‍্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত‍্যু। ঘটনার পরই নিহত গৃহবধূর ভাসুর ও জা এর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু যাদবপুর থানার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দম্পতি৷ (Meta AI)
কলকাতা: পারিবারিক অশান্তি। বড় জা এর চড়, অপমানে গায়ে আগুন গৃহবধূর। প্রায় চার দিন মৃত‍্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত‍্যু। ঘটনার পরই নিহত গৃহবধূর ভাসুর ও জা এর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু যাদবপুর থানার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দম্পতি৷ (Meta AI)
advertisement
2/5
যাদবপুর থানা এলাকার বাঘাযতীন দাস পাড়ার এই ঘটনা৷  স্বপ্না দাস নামে গৃহবধূকে পারিবারিক অশান্তির কারণে মারধর করেন তাঁরই জা কল্পনা দাস- এমন এক মারাত্মক অভিযোগ উঠেছে৷ কল্পনার স্বামী বিকাশ দাসও যিনি সম্পর্কে মেয়েটির ভাসুর তিনিও ভাইয়ের বউকে গালিগালাজ করেন, হুমকি দেন বলে অভিযোগ৷ Photo- Representative
যাদবপুর থানা এলাকার বাঘাযতীন দাস পাড়ার এই ঘটনা৷  স্বপ্না দাস নামে গৃহবধূকে পারিবারিক অশান্তির কারণে মারধর করেন তাঁরই জা কল্পনা দাস- এমন এক মারাত্মক অভিযোগ উঠেছে৷ কল্পনার স্বামী বিকাশ দাসও যিনি সম্পর্কে মেয়েটির ভাসুর তিনিও ভাইয়ের বউকে গালিগালাজ করেন, হুমকি দেন বলে অভিযোগ৷ Photo- Representative
advertisement
3/5
১৯ তারিখ মারধর করা হয় বলে অভিযোগ। ২০ মে যাদবপুর থানায় জিডিই করেন স্বপ্না৷ এরপরেও ক্ষান্ত হননি ভাসুর ও তাঁর বড় জা৷ অভিযোগ ২১ তারিখ ফের স্বপ্নার ওপর চড়াও হন তারা৷  Photo- Representative (Meta AI)
১৯ তারিখ মারধর করা হয় বলে অভিযোগ। ২০ মে যাদবপুর থানায় জিডিই করেন স্বপ্না৷ এরপরেও ক্ষান্ত হননি ভাসুর ও তাঁর বড় জা৷ অভিযোগ ২১ তারিখ ফের স্বপ্নার ওপর চড়াও হন তারা৷  Photo- Representative (Meta AI)
advertisement
4/5
এই চরম অত্যাচার ও অপমান সহ্য করতে না পেরে  এরপরই বাড়ির বাইরে কেরোসিন ঢেলে নিজেই গায়ে আগুন জ্বালিয়ে নেন স্বপ্না৷ Photo- Representative (Meta AI)
এই চরম অত্যাচার ও অপমান সহ্য করতে না পেরে  এরপরই বাড়ির বাইরে কেরোসিন ঢেলে নিজেই গায়ে আগুন জ্বালিয়ে নেন স্বপ্না৷ Photo- Representative (Meta AI)
advertisement
5/5
এমআর বাঙুরে ভর্তি করা হয় তাঁকে৷ সেখানে রবিবার তিনি রাতে মারা যান৷  এরপরই নিহত স্বপ্না দাসের মৃত্যুর কারণে ভাসুর ও জা এর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার ধারা যুক্ত করা হল যাদবপুর থানার তরফে৷ এদিকে ঘটনার পর থেকে দুজনেই এখনও পলাতক৷ Photo- Representative (Meta AI) Input- Amit Sarkar
এমআর বাঙুরে ভর্তি করা হয় তাঁকে৷ সেখানে রবিবার তিনি রাতে মারা যান৷  এরপরই নিহত স্বপ্না দাসের মৃত্যুর কারণে ভাসুর ও জা এর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার ধারা যুক্ত করা হল যাদবপুর থানার তরফে৷ এদিকে ঘটনার পর থেকে দুজনেই এখনও পলাতক৷ Photo- Representative (Meta AI) Input- Amit Sarkar
advertisement
advertisement
advertisement