Silver Loot: এক ব্যাগ ভর্তি ১৫ কেজি রুপো, দেখান তো দেখি ব্যাগে কী আছে বলে বাসে উঠল পুলিশ, তারপর

Last Updated:
Silver Loot: কলকাতা শহরের বুকে বাসের মধ্যে এ কী দুঃসাহসিক ঘটনা, ৩০ লক্ষ টাকার রুপো ছিল ব্যাগে...
1/4
: পুলিশ সেজে রুপো লুঠ, মানিকতলা থানার হাতে গ্রেফতার দুষ্কৃতী দলের ১ সদস্য, বাকিদের খোঁজ চলছে, ধৃত মাসুদ আলি সর্দার, বসিরহাটের বাসিন্দা৷ গরনহাটা থেকে রুপো নিয়ে ফেরার পথে বাস থেকে নামিয়ে লুঠ মানিকতলা থানা এলাকার দুর্গাপুর ব্রিজের ওপর ঘটনা ঘটে৷ Photo Courtesy- Representative (Meta AI)
: পুলিশ সেজে রুপো লুঠ, মানিকতলা থানার হাতে গ্রেফতার দুষ্কৃতী দলের ১ সদস্য, বাকিদের খোঁজ চলছে, ধৃত মাসুদ আলি সর্দার, বসিরহাটের বাসিন্দা৷ গরনহাটা থেকে রুপো নিয়ে ফেরার পথে বাস থেকে নামিয়ে লুঠ মানিকতলা থানা এলাকার দুর্গাপুর ব্রিজের ওপর ঘটনা ঘটে৷ Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
2/4
চলন্ত বাস থামিয়ে বাসে উঠে পড়েন চার-পাঁচজনের একটি দল, নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এক সোনার দোকানের কর্মচারিকে তল্লাশির নামে বাস থেকে নামিয়ে কেড়ে নেওয়া হয় ব‍্যাগব‍্যাগের মধ্যে ছিল ১৫ কেজি রুপো৷  Photo Courtesy- Representative (Meta AI)
চলন্ত বাস থামিয়ে বাসে উঠে পড়েন চার-পাঁচজনের একটি দল, নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এক সোনার দোকানের কর্মচারিকে তল্লাশির নামে বাস থেকে নামিয়ে কেড়ে নেওয়া হয় ব‍্যাগব‍্যাগের মধ্যে ছিল ১৫ কেজি রুপো৷  Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
3/4
ব‍্যাগ কেড়ে নেওয়ার পর মোবাইলও হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। টাকার পার্স চাইতেই সন্দেহ হয় ওই কর্মচারীর, শুরু করেন চিৎকার৷  Photo Courtesy- Representative (Meta AI)
ব‍্যাগ কেড়ে নেওয়ার পর মোবাইলও হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। টাকার পার্স চাইতেই সন্দেহ হয় ওই কর্মচারীর, শুরু করেন চিৎকার৷  Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
4/4
লোক জড়ো হতেই দুষ্কৃতীরা ব‍্যাগ নিয়ে ছুটে পালায়। একজনকে ধরে ফেলেন স্থানীয়‍রা। তুলে দেওয়া হয় লেক টাউন থানার কর্তব্যরত পুলিশের হাতে। পরে ওই দুষ্কৃতীকে তুলে দেওয়া হয় মানিকতলা থানার হাতে৷  আজ ধৃতকে শিয়ালদা আদালতে পেশ করা হয়ে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷  Photo Courtesy- Representative (Meta AI)
লোক জড়ো হতেই দুষ্কৃতীরা ব‍্যাগ নিয়ে ছুটে পালায়। একজনকে ধরে ফেলেন স্থানীয়‍রা। তুলে দেওয়া হয় লেক টাউন থানার কর্তব্যরত পুলিশের হাতে। পরে ওই দুষ্কৃতীকে তুলে দেওয়া হয় মানিকতলা থানার হাতে৷  আজ ধৃতকে শিয়ালদা আদালতে পেশ করা হয়ে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷  Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
advertisement
advertisement