Shishu Sathi Scheme: রাজ্যের শিশুদের বিনামূল্যে হার্টের অপারেশন ছাড়াও একাধিক রোগের চিকিৎসা! শিশু সাথী প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Shishu Sathi Scheme: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, পশ্চিমবঙ্গ সরকার আমাদের শিশুদের সর্বোত্তম স্বাস্থ্যসেবার জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
সাধারণ মানুষের সুযোগ-সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করে থাকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার (West Bengal Government) । কিন্তু, এমন অনেকেই আছেন, যাঁরা হয়ত সরকারি প্রকল্পগুলি সম্পর্কে ওয়াকিবহাল নয় বা প্রকল্পের নাম শুনলেও, বিস্তারিত জানেন না। ফলে প্রকল্পগুলির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। পশ্চিমবঙ্গ সরকারের নানান প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হল শিশুসাথী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প অসুস্থ শিশুদের জন্য।
advertisement
সেই প্রকল্প সম্পর্কেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, পশ্চিমবঙ্গ সরকার আমাদের শিশুদের সর্বোত্তম স্বাস্থ্যসেবার জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। 'শিশুসাথী' ২০১৩ সালে চালু হওয়া একটি প্রধান প্রকল্প। এই প্রকল্পে ৩০০ কোটি টাকা ব্যয়ে ৬৩,০০০ -এরও বেশি শিশুর জন্মগত হৃদরোগ, ঠোঁট/তালু কাটা, ক্লাবফুট এবং নিউরাল টিউব ত্রুটির জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে, যাতে কোনও শিশু পরিষেবা থেকে বাদ না পড়ে!
advertisement
২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় শিশুসাথী প্রকল্প চালু করেন রাজ্যে। যেসব শিশুদের হার্টে কোনও সমস্যা আছে, তাঁদের এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দেয় রাজ্য সরকার। হার্টে ভাল্বের সমস্যা, হার্ট ফুটো, রক্ত সঞ্চালনে অস্বাভাবিকতা ইত্যাদি সমস্ত জটিল হৃদরোগের চিকিৎসা থেকে অস্ত্রোপচার এই প্রকল্পের আওতায় আনা হয়েছে । রাজ্য সরকার প্রতি বছর প্রায় ৩০০০ শিশুর হার্ট সার্জারির ব্যবস্থা করেছে । সরকারি ও বেসরকারি, দুই হাসপাতালেই এই প্রকল্পের সুবিধা মিলবে ।
advertisement
advertisement
অফলাইনে যদি 'শিশু সাথী' প্রকল্পের সুযোগ সুবিধে পেতে চান, তার জন্য সরাসরি যোগাযোগ করতে হবে কলকাতার এসএসকেএম হাসপাতালে। তার আগে জেলা স্বাস্থ্য অফিসারের সঙ্গে কথা বলতে হবে। সেখানেই বুঝিয়ে দেওয়া হবে কী কী করতে হবে। আর অনলাইনেও আবেদনের সুযোগ রয়েছে । প্রথমে http://www.wbpublibnet.gov.in/node/1906 লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে।
advertisement
