Rainfall Alert: আর কিছু ক্ষণের মধ্যেই কড়কড়িয়ে বাজ, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টির তাণ্ডব দক্ষিণের কোন জেলায়? জানাল আবহাওয়া দফতর

Last Updated:
আর কিছু ক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের এক জেলায়। বৃষ্টির সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস
1/7
আর কিছু ক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের এক জেলায়। বৃষ্টির সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।Image: News18
আর কিছু ক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের এক জেলায়। বৃষ্টির সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
Image: News18
advertisement
2/7
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'- তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া জেলায়। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো বাতাস।Image: News18
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'- তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া জেলায়। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো বাতাস।
Image: News18
advertisement
3/7
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে এখন নিম্নচাপে পরিণত হয়েছে। মূলত বাংলাদেশের দিকে এটির অবস্থান ৷ পাশাপাশি কিছুটা প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও। আজ, শুক্রবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তি হারাবে। এর ফলে বৃষ্টির প্রভাব কমবে বঙ্গে। Image: News18
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে এখন নিম্নচাপে পরিণত হয়েছে। মূলত বাংলাদেশের দিকে এটির অবস্থান ৷ পাশাপাশি কিছুটা প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও। আজ, শুক্রবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তি হারাবে। এর ফলে বৃষ্টির প্রভাব কমবে বঙ্গে।
Image: News18
advertisement
4/7
ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। একদিকে মৌসুমী অক্ষরেখা ও অন্যদিকে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মেঘলা আকাশ থাকবে দিনভর।Image: News18
ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। একদিকে মৌসুমী অক্ষরেখা ও অন্যদিকে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মেঘলা আকাশ থাকবে দিনভর।
Image: News18
advertisement
5/7
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ; কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।Image: News18
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ; কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
Image: News18
advertisement
6/7
বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে স্বাভাবিক সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। নিম্নচাপের কারণে বৃহস্পতিবারের মতো আজ, শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে কলকাতায় আজ আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। তবে আজ, শুক্রবার থেকেই বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে স্বাভাবিক সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। নিম্নচাপের কারণে বৃহস্পতিবারের মতো আজ, শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে কলকাতায় আজ আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। তবে আজ, শুক্রবার থেকেই বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
advertisement
7/7
যদিও উত্তরে দুর্যোগ এখনই থামছে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে শনিবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টি চলবে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে রবিবারও। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।Image: News18
যদিও উত্তরে দুর্যোগ এখনই থামছে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে শনিবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টি চলবে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে রবিবারও। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
Image: News18
advertisement
advertisement
advertisement