PM Modi Kolkata Visit: নয়া মেট্রো উদ্বোধনে রাজ‍্যে নরেন্দ্র মোদি! সঙ্গ দিল পড়ুয়ারা! উপস্থিত রাজ্যপাল, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার

Last Updated:
PM Modi Kolkata Visit: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মতলায় দেশজোড়া একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর গঙ্গার তলা দিয়ে চলা মেট্রোয় চড়লেন মোদি।
1/5
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মতলায় দেশজোড়া একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর গঙ্গার তলা দিয়ে চলা মেট্রোয় চড়লেন মোদি। (ছবি- PTI)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মতলায় দেশজোড়া একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর গঙ্গার তলা দিয়ে চলা মেট্রোয় চড়লেন মোদি। (ছবি- PTI)
advertisement
2/5
সেই পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গী হলেন পড়ুয়ারা৷ এ দিন সেই যাত্রা পথে মোদিকে দেখা গেল পড়ুয়াদের সঙ্গে কথা বলতে। (ছবি- সোশ‍্যাল মিডিয়া)
সেই পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গী হলেন পড়ুয়ারা৷ এ দিন সেই যাত্রা পথে মোদিকে দেখা গেল পড়ুয়াদের সঙ্গে কথা বলতে। (ছবি- সোশ‍্যাল মিডিয়া)
advertisement
3/5
বিভিন্ন রাজ্যের পাশাপাশি, এ রাজ্যের তিনটি নতুন রুটের মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর আওতায় ধর্মতলা থেকে হাওড়া পথ, তার পর গড়িয়া থেকে রুবির মেট্রো পথ এবং মাঝেরহাট থেকে তারাতলার মেট্রো পথের উদ্বোধন করলেন তিনি৷ (ছবি- সোশ‍্যাল মিডিয়া)
বিভিন্ন রাজ্যের পাশাপাশি, এ রাজ্যের তিনটি নতুন রুটের মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর আওতায় ধর্মতলা থেকে হাওড়া পথ, তার পর গড়িয়া থেকে রুবির মেট্রো পথ এবং মাঝেরহাট থেকে তারাতলার মেট্রো পথের উদ্বোধন করলেন তিনি৷ (ছবি- সোশ‍্যাল মিডিয়া)
advertisement
4/5
সবুজ পতাকা নেড়ে রাজ্যপাল, বিরোধী দলনেতা ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই উদ্বোধনের কাজ হল৷ তার পরেই এসপ্ল্যানেড থেকে হাওড়ার মেট্রোতে চড়লেন তিনি। ( ছবি-PTI)
সবুজ পতাকা নেড়ে রাজ্যপাল, বিরোধী দলনেতা ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই উদ্বোধনের কাজ হল৷ তার পরেই এসপ্ল্যানেড থেকে হাওড়ার মেট্রোতে চড়লেন তিনি। ( ছবি-PTI)
advertisement
5/5
উদ্বোধনের পর তিনি প্রথমে ধর্মতলা থেকে মেট্রোতে চড়েন তিনি। তাঁর সফর সঙ্গী হয়েছিলেন পড়ুয়ারা৷ গঙ্গাগর্ভে যাত্রা করেন তিনি। এর পরে সেই রুটেই ফিরে আসেন তিনি৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি পর্যায় এর ফলে চালু হয়ে গেল। ( ছবি- সোশ‍্যাল মিডিয়া)
উদ্বোধনের পর তিনি প্রথমে ধর্মতলা থেকে মেট্রোতে চড়েন তিনি। তাঁর সফর সঙ্গী হয়েছিলেন পড়ুয়ারা৷ গঙ্গাগর্ভে যাত্রা করেন তিনি। এর পরে সেই রুটেই ফিরে আসেন তিনি৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি পর্যায় এর ফলে চালু হয়ে গেল। ( ছবি- সোশ‍্যাল মিডিয়া)
advertisement
advertisement
advertisement