Petrol Diesel Price Hike: ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, জেনে নিন আগামিকাল থেকে কত দাম হচ্ছে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২১ মার্চের পর ২২ মার্চ বাড়ে পেট্রল-ডিজেলের দাম, ২৩ তারিখ থেকে সেই নয়া দাম লাঘু হয়। এবার আগামিকাল থেকে ফের বাড়ছে পেট্রল-ডিজেলের দাম, জেনে নিন নতুন দাম
ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম! ১০৭ টাকা ১৮ পয়সা থেকে বেড়ে আগামিকাল সকাল ৬ টা থেকে পেট্রলের নতুন দাম ১০৮ টাকা ০১ পয়সা ।
advertisement
৯২ টাকা ২২ পয়সা থেকে বেড়ে আগামিকাল সকাল ৬ টা থেকে ডিজেলের নতুন দাম ৯৩ টাকা ০১ পয়সা Strory: Sanhyik Ghosh
advertisement
মঙ্গলবার ২২ মার্চের পর বুধবার বেড়েছিল পেট্রল-ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম মঙ্গলবারের তুলনায় বেড়েছিল ৮৩ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছিল ৮০ পয়সা।
advertisement
সরকারি তেল সংস্থাগুলি প্রায় চার মাস পর ২১ মার্চ দাম বৃদ্ধি ঘোষণা করে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Prices)৷ ২২ মার্চ সকাল থেকে কার্যকর হয় সেই দাম। এরপর, ২৩ মার্চ থেকে ফের বাড়ে পেট্রোল-ডিজেলের দাম।
advertisement
পেট্রল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
advertisement
উল্লেখ্য, প্রায় ৫ মাস পরে দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ সরকারি তেল সংস্থাগুলি মঙ্গলবার ২২ মার্চ এলপিজি সিলিন্ডারের নয়া রেট জারি করে ৷ নতুন রেট অনুযায়ী সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বেড়েছে ৷ তবে বাণিজ্যক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার (১৯ কেজি) প্রতি ৯ টাকা কমেছে ২২ মার্চ থেকে৷
advertisement
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পর মঙ্গলবার ২২ মার্চ দিল্লিতে ১৪ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের ৯৪৯.৫ টাকা হয়েছে আগে যা ৮৯৯.৫০ টাকা ছিল৷ দিল্লি ছাড়া অন্যান্য মহানগরেও এলপিজি-র দাম বদল করা হয়েছে৷
advertisement