Petrol Diesel Price Hike: ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, জেনে নিন আগামিকাল থেকে কত দাম হচ্ছে

Last Updated:
২১ মার্চের পর ২২ মার্চ বাড়ে পেট্রল-ডিজেলের দাম, ২৩ তারিখ থেকে সেই নয়া দাম লাঘু হয়। এবার আগামিকাল থেকে ফের বাড়ছে পেট্রল-ডিজেলের দাম, জেনে নিন নতুন দাম
1/8
ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম! ১০৭ টাকা ১৮ পয়সা থেকে বেড়ে আগামিকাল সকাল ৬ টা থেকে পেট্রলের নতুন দাম ১০৮ টাকা ০১ পয়সা ।
ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম! ১০৭ টাকা ১৮ পয়সা থেকে বেড়ে আগামিকাল সকাল ৬ টা থেকে পেট্রলের নতুন দাম ১০৮ টাকা ০১ পয়সা ।
advertisement
2/8
৯২ টাকা ২২ পয়সা থেকে বেড়ে আগামিকাল সকাল ৬ টা থেকে ডিজেলের নতুন দাম ৯৩ টাকা ০১ পয়সা Strory: Sanhyik Ghosh
৯২ টাকা ২২ পয়সা থেকে বেড়ে আগামিকাল সকাল ৬ টা থেকে ডিজেলের নতুন দাম ৯৩ টাকা ০১ পয়সা Strory: Sanhyik Ghosh
advertisement
3/8
মঙ্গলবার ২২ মার্চের পর বুধবার বেড়েছিল পেট্রল-ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম মঙ্গলবারের তুলনায় বেড়েছিল ৮৩ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছিল ৮০ পয়সা।
মঙ্গলবার ২২ মার্চের পর বুধবার বেড়েছিল পেট্রল-ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম মঙ্গলবারের তুলনায় বেড়েছিল ৮৩ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছিল ৮০ পয়সা।
advertisement
4/8
সরকারি তেল সংস্থাগুলি প্রায় চার মাস পর ২১ মার্চ দাম বৃদ্ধি ঘোষণা করে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Prices)৷ ২২ মার্চ সকাল থেকে কার্যকর হয় সেই দাম। এরপর, ২৩ মার্চ থেকে ফের বাড়ে পেট্রোল-ডিজেলের দাম।
সরকারি তেল সংস্থাগুলি প্রায় চার মাস পর ২১ মার্চ দাম বৃদ্ধি ঘোষণা করে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Prices)৷ ২২ মার্চ সকাল থেকে কার্যকর হয় সেই দাম। এরপর, ২৩ মার্চ থেকে ফের বাড়ে পেট্রোল-ডিজেলের দাম।
advertisement
5/8
পেট্রল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
পেট্রল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
advertisement
6/8
উল্লেখ্য, প্রায় ৫ মাস পরে দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ সরকারি তেল সংস্থাগুলি মঙ্গলবার ২২ মার্চ এলপিজি সিলিন্ডারের নয়া রেট জারি করে ৷ নতুন রেট অনুযায়ী সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বেড়েছে ৷ তবে বাণিজ্যক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার (১৯ কেজি) প্রতি ৯ টাকা কমেছে ২২ মার্চ থেকে৷
উল্লেখ্য, প্রায় ৫ মাস পরে দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ সরকারি তেল সংস্থাগুলি মঙ্গলবার ২২ মার্চ এলপিজি সিলিন্ডারের নয়া রেট জারি করে ৷ নতুন রেট অনুযায়ী সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বেড়েছে ৷ তবে বাণিজ্যক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার (১৯ কেজি) প্রতি ৯ টাকা কমেছে ২২ মার্চ থেকে৷
advertisement
7/8
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পর মঙ্গলবার ২২ মার্চ দিল্লিতে ১৪ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের ৯৪৯.৫ টাকা হয়েছে আগে যা ৮৯৯.৫০ টাকা ছিল৷ দিল্লি ছাড়া অন্যান্য মহানগরেও এলপিজি-র দাম বদল করা হয়েছে৷
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পর মঙ্গলবার ২২ মার্চ দিল্লিতে ১৪ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের ৯৪৯.৫ টাকা হয়েছে আগে যা ৮৯৯.৫০ টাকা ছিল৷ দিল্লি ছাড়া অন্যান্য মহানগরেও এলপিজি-র দাম বদল করা হয়েছে৷
advertisement
8/8
কলকাতায় ৯২৬ টাকা থেকে বেড়ে ৯৭৬ টাকা হল৷ লখনউতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এখন ৯৮৭.৫ টাকা৷ পটনাতে ৯৯৮ টাকা থেকে বেড়ে গ্যাসের দাম হয়েছে ১০৩৯.৫ টাকা
কলকাতায় ৯২৬ টাকা থেকে বেড়ে ৯৭৬ টাকা হল৷ লখনউতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এখন ৯৮৭.৫ টাকা৷ পটনাতে ৯৯৮ টাকা থেকে বেড়ে গ্যাসের দাম হয়েছে ১০৩৯.৫ টাকা
advertisement
advertisement
advertisement