কলকাতায় এবার অ্যানাকন্ডা, দেখা মিলছে আলিপুর চিড়িয়াখানায়
Last Updated:
দর্শকদের সামনে আলিপুর চিড়িখানার নবতম সদস্য চারটি অ্যানাকন্ডা।
দেখা মিলল তার। সবার সামনে আনা হল তাকে। দর্শকদের সামনে আলিপুর চিড়িখানার নবতম সদস্য চারটি অ্যানাকন্ডা। এতদিন চোখের আড়ালে থাকার পর সবার সামনে মেজাজে ধরা দিল। অ্যানাকন্ডার পাশাপাশি দর্শকদের সামনে এল ২টি হায়না, ২টি চিতাবাঘ ও একটি সাদা বাঘ।
advertisement
চেন্নাই থেকে আলিপুর চিড়িয়াখানায়। জুন মাসেই কলকাতাতে এসেছিল চারটি অ্যানাকন্ডা। প্রায় এক মাসের পর দর্শকদের সামনে অ্যামাজনের রাজা। তার আগেই অবশ্য অ্যানাকন্ডাগুলির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে রেখেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
advertisement
চিড়িয়াখানার মধ্যেই অ্যামাজনের মত পরিবেশ তৈরি করা। বনমন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে চিড়িয়াখানায় নতুন এনক্লোজারের উদ্বোধন হল। জলের মধ্যে ছেড়ে দিতেই যেন রাজার মেজাজে চার অ্যানাকন্ডা।
advertisement
২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। সেদিনই অ্যানাকন্ডার খাঁচার পাশাপাশি দর্শকদের জন্য নতুন উপহার চিড়িয়াখানা কর্তৃপক্ষের। উত্তরবঙ্গের চা-বাগানে ধরা পড়া ২টি চিতাবাঘ ও ঝাড়গ্রামের জঙ্গল থেকে ধরা পড়া ২টি হায়নাকেও সামনে আনা হল। পটনা চিড়িয়াখানার সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রামে আলিপুরে এল একটি সাদা বাঘ। সপ্তাহের প্রথম দিনেও নতুন অতিথিদের জন্য ভিড় ছিল ভালই।