কলকাতায় এবার অ্যানাকন্ডা, দেখা মিলছে আলিপুর চিড়িয়াখানায়
Last Updated:
দর্শকদের সামনে আলিপুর চিড়িখানার নবতম সদস্য চারটি অ্যানাকন্ডা।
advertisement
advertisement
advertisement
২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। সেদিনই অ্যানাকন্ডার খাঁচার পাশাপাশি দর্শকদের জন্য নতুন উপহার চিড়িয়াখানা কর্তৃপক্ষের। উত্তরবঙ্গের চা-বাগানে ধরা পড়া ২টি চিতাবাঘ ও ঝাড়গ্রামের জঙ্গল থেকে ধরা পড়া ২টি হায়নাকেও সামনে আনা হল। পটনা চিড়িয়াখানার সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রামে আলিপুরে এল একটি সাদা বাঘ। সপ্তাহের প্রথম দিনেও নতুন অতিথিদের জন্য ভিড় ছিল ভালই।
