*বঙ্গে বর্ষা প্রবেশ। নির্ধারিত দিনের ৫ দিন আগে শিলিগুড়িতে ঢুকল বর্ষা। উত্তরবঙ্গে ৪ দিন আগে ঢুকে গেল মৌসুমী বায়ু। মৌসম ভবনের ক্যালেন্ডার অনুযায়ী ১০ জুন বর্ষা ঢোকে সিকিমে। সেই নির্ধারিত দিনের ৭ দিন আগেই সিকিমে বর্ষার প্রবেশ। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা-সহ উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য পেরিয়ে বাংলায় বর্ষার প্রবেশ। প্রতীকী ছবি।
*আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে কলকাতায় মাত্র ১.৬ মিলিমিটার। প্রতীকী ছবি।
*দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গতকাল পর্যন্ত চিকমাগালুর বেঙ্গালুরু ধর্মাপুরি থেকে আইজল কোহিমার উপর দিয়ে বিস্তৃত ছিল। আগামী দু'দিনের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির বাকি অংশে ঢুকে পড়বে। এ ছাড়াও উত্তরবঙ্গ সিকিমের আগামী দু'দিনের মধ্যে মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। প্রতীকী ছবি।