Nadia News: কল্যাণীতে কয়েক কোটি খরচে অত্যাধুনিক শ্মশান! দূষণমুক্ত বৈদ্যুতিক চুল্লি সহ উন্নত পরিকাঠামো, দাহ করতে আর ছুটতে হবে না ভিনজেলায়
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Nadia News: ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার অর্থনুকূল্যে কল্যাণীতে দূষণমুক্ত বৈদ্যুতিক চুল্লি সহ অত্যাধুনিক শ্মশান তৈরি করা হয়েছে। এর ফলে কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে বলে মনে করা হচ্ছে।
কল্যাণী, নদিয়া, রঞ্জিত সরকারঃ কল্যাণীবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ। কোটি টাকা খরচে তৈরি করা হল দূষণমুক্ত বৈদ্যুতিক চুল্লি সহ অত্যাধুনিক শ্মশান। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার অর্থানুকূল্যে এই শ্মশান নির্মিত হয়েছে। দীর্ঘদিনের চাহিদা মেটায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
নদিয়ার কল্যাণীর মাঝেরচর হুগলি নদীর (গঙ্গা) তীরে এই দূষণমুক্ত বৈদ্যুতিক চুল্লি সহ অত্যাধুনিক শ্মশান তৈরি করা হয়েছে। এই প্রকল্পের নোডাল হিসেবে দায়িত্বে রয়েছে স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা। ইতিমধ্যেই পরিকাঠামো সহ সব দিক প্রস্তুত। এখন কেবলমাত্র ট্রায়ালের অপেক্ষা। এই ট্রায়াল শেষ হলেই কল্যাণী পৌরসভার হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে।
আরও পড়ুনঃ কোথাও ১ ডিগ্রি, কোথাও আবার ৫! কনকনে ঠাণ্ডায় কাঁপছে উত্তরবঙ্গ, কোন জেলায় কেমন আবহাওয়া, লেটেস্ট আপডেট জানুন
জানা গিয়েছে, এই প্রকল্পের মোট বাজেট ৪ কোটি ২০ লক্ষ টাকা। জমির পরিমাণ ২.৬৬ একর। বর্তমানে একটি চুল্লি রয়েছে। তবে পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরেকটি বসানোর পরিকল্পনা আছে। নবনির্মিত এই শ্মশানে দূষণমুক্ত চুল্লি ও আধুনিক পরিকাঠামো। সেই সঙ্গেই স্পট থেকেই দাহের সার্টিফিকেট দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
advertisement
advertisement
এই শ্মশান চালু হলে নদিয়ার কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের ব্যাপক সুবিধা হবে। বর্তমানে এইসব অঞ্চলের মৃতদেহ দাহ করতে উত্তর ২৪ পরগনার হালিশহর অথবা হুগলির ত্রিবেণী শ্মশান ব্যবহার করতে হয়, দাবি কল্যাণী পৌরসভার। ফলে এই শ্মশান চালু হলে সেই দুর্ভোগ দূর হবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 04, 2026 12:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কল্যাণীতে কয়েক কোটি খরচে অত্যাধুনিক শ্মশান! দূষণমুক্ত বৈদ্যুতিক চুল্লি সহ উন্নত পরিকাঠামো, দাহ করতে আর ছুটতে হবে না ভিনজেলায়








