Gangasagar: ভবানীপুরের বনেদি বাড়ির প্রাঙ্গণে সাধু সন্তদের ভিড়, শুরু মিনি গঙ্গাসাগর

Last Updated:
তিন দশকেরও বেশি সময় ধরে ভবানীপুরের একটি পুরনো বনেদি বাড়ির প্রাঙ্গণে ভিড় জমান দেশের এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধুরা। অনেকে বাবুঘাট যান না ।
1/6
বাবুঘাট মিনি গঙ্গাসাগরের খবর তো সবাই রাখেন। কিন্তু ভবানীপুরের মিনি গঙ্গাসাগর? প্রায় ৪০ বছর ধরে চলছে ।
বাবুঘাট মিনি গঙ্গাসাগরের খবর তো সবাই রাখেন। কিন্তু ভবানীপুরের মিনি গঙ্গাসাগর? প্রায় ৪০ বছর ধরে চলছে ।
advertisement
2/6
তিন দশকেরও বেশি সময় ধরে ভবানীপুরের একটি পুরনো বনেদি বাড়ির প্রাঙ্গণে ভিড় জমান দেশের এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধুরা। অনেকে বাবুঘাট যান না ।
তিন দশকেরও বেশি সময় ধরে ভবানীপুরের একটি পুরনো বনেদি বাড়ির প্রাঙ্গণে ভিড় জমান দেশের এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধুরা। অনেকে বাবুঘাট যান না ।
advertisement
3/6
ভবানীপুরের মিনি গঙ্গাসাগরেই জিরিয়ে নিয়ে সোজা যান গঙ্গাসাগর। তবে বাবুঘাটের মত ভবানীপুরে ভাবতেই হয় না মাধুকরী নিয়ে।
ভবানীপুরের মিনি গঙ্গাসাগরেই জিরিয়ে নিয়ে সোজা যান গঙ্গাসাগর। তবে বাবুঘাটের মত ভবানীপুরে ভাবতেই হয় না মাধুকরী নিয়ে।
advertisement
4/6
উদ্যোগে ভবানীপুর এলাকার  জিয়াইএস গ্রুপেরর  শিখ সম্প্রদায়ের মানুষরাই সব কিছুর বন্দোবস্ত করেন।
উদ্যোগে ভবানীপুর এলাকার জিয়াইএস গ্রুপেরর শিখ সম্প্রদায়ের মানুষরাই সব কিছুর বন্দোবস্ত করেন।
advertisement
5/6
সর্দার জোত সিং  শুরু করেছিলেন এই প্রথা৷ তারপর থেকে বংশ পরম্পরায় চলছে৷
সর্দার জোত সিং শুরু করেছিলেন এই প্রথা৷ তারপর থেকে বংশ পরম্পরায় চলছে৷
advertisement
6/6
ঘিয়ের পুরি-তরকারি, খিচুড়ি থেকে দক্ষিণা শীতের জামা কাপড় সবই পান সাধুবাবারা । ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে ভবানীপুরের মিনি গঙ্গাসাগর৷ প্রতিদিন প্রায় ৫০০০ সাধু ও দুঃস্থ মানুষদের দান করা হচ্ছে খাবার ও শীত বস্ত্র৷
ঘিয়ের পুরি-তরকারি, খিচুড়ি থেকে দক্ষিণা শীতের জামা কাপড় সবই পান সাধুবাবারা। ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে ভবানীপুরের মিনি গঙ্গাসাগর৷ প্রতিদিন প্রায় ৫০০০ সাধু ও দুঃস্থ মানুষদের দান করা হচ্ছে খাবার ও শীত বস্ত্র৷
advertisement
advertisement
advertisement