ট্যাংরার বাইপাস কানেক্টর থেকে চায়নাটাউন পর্যন্ত দেওয়ালে দেওয়ালে ছবিটা আপাতত এরকমই। (Image: News18/Sujit Nath)
5/ 10
একসময় কলকাতা দেওয়াল লিখন দেখেছিল চিনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান। এবার দেখছে চিনা ভোটাররাও আমার ভোটার। তাদের জন্যই লেখা হচ্ছে দেওয়াল। (Image: News18/Sujit Nath)
6/ 10
এর আগে কখনও কলকাতার দেওয়ালকে এভাবে দেখেছেন শহরবাসী? উত্তরটা ‘না’ বলেই মনে হয়। (Image: News18/Sujit Nath)
চায়নাটাউনের দশ বাসিন্দার কাঁধেই দায়িত্ব তুলে দিয়েছে শাসক দল। আগামী একমাসে পুরো চায়নাটাউনই ভরে উঠবে চিনা গ্রাফিত্তিতে। (Image: News18/Sujit Nath)
10/ 10
চিনেপাড়ায় ভোটার প্রায় ২০০ জন। আর শহরে মোট চিনা ভোটারের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। ফলে সেই জনমতটুকুও ভোটব্যাঙ্কে পেতে আগ্রহী সব রাজনৈতিক দল। তবে স্বভাষায় ভোট চাওয়ার কায়দাতেই কয়েক কদম এগিয়ে তৃণমূল। (Image: News18/Sujit Nath)
দেওয়াল লিখনে শাসক দলের চমক, ট্যাংরায় চিনা ভাষায় প্রচার তৃণমূলের
একসময় কলকাতা দেওয়াল লিখন দেখেছিল চিনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান। এবার দেখছে চিনা ভোটাররাও আমার ভোটার। তাদের জন্যই লেখা হচ্ছে দেওয়াল। (Image: News18/Sujit Nath)
দেওয়াল লিখনে শাসক দলের চমক, ট্যাংরায় চিনা ভাষায় প্রচার তৃণমূলের
চিনেপাড়ায় ভোটার প্রায় ২০০ জন। আর শহরে মোট চিনা ভোটারের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। ফলে সেই জনমতটুকুও ভোটব্যাঙ্কে পেতে আগ্রহী সব রাজনৈতিক দল। তবে স্বভাষায় ভোট চাওয়ার কায়দাতেই কয়েক কদম এগিয়ে তৃণমূল। (Image: News18/Sujit Nath)