২০ মে-এর পুনরাবৃত্তি ২৭ শে, দেখুন মুখ্যমন্ত্রীর সফর

Last Updated:
বিরোধী জোটকে উড়িয়ে দিয়ে ২৯৪ আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপুল জনসমর্থনে একাই জিতে নিলেন ২১১ টি আসন ৷ একদিকে রাজনৈতিক ও অন্যদিকে অরাজনৈতিক শক্তি। দোসর অরাজনৈতিক মোড়কে রাজনৈতিক অ্যাজেন্ডায় নিয়ে একাধিক সংগঠনের আক্রমণ। শক্তিশালী বিরোধী পক্ষের ভূমিকা পালনে পিছিয়ে ছিলেন না বিশিষ্টজন ও সংবাদমাধ্যমের একাংশও । এবারের ভোটযুদ্ধে শাসক বিরোধী পরিসরটা ছিল অনেকটাই বড়।
1/6
বিরোধী জোটকে উড়িয়ে দিয়ে ২৯৪ আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপুল জনসমর্থনে একাই জিতে নিলেন ২১১ টি আসন ৷   একদিকে রাজনৈতিক ও অন্যদিকে অরাজনৈতিক শক্তি। দোসর অরাজনৈতিক মোড়কে রাজনৈতিক অ্যাজেন্ডায় নিয়ে একাধিক সংগঠনের আক্রমণ। শক্তিশালী বিরোধী পক্ষের ভূমিকা পালনে পিছিয়ে ছিলেন না বিশিষ্টজন ও সংবাদমাধ্যমের একাংশও । এবারের ভোটযুদ্ধে শাসক বিরোধী পরিসরটা ছিল অনেকটাই বড়।
বিরোধী জোটকে উড়িয়ে দিয়ে ২৯৪ আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপুল জনসমর্থনে একাই জিতে নিলেন ২১১ টি আসন ৷ একদিকে রাজনৈতিক ও অন্যদিকে অরাজনৈতিক শক্তি। দোসর অরাজনৈতিক মোড়কে রাজনৈতিক অ্যাজেন্ডায় নিয়ে একাধিক সংগঠনের আক্রমণ। শক্তিশালী বিরোধী পক্ষের ভূমিকা পালনে পিছিয়ে ছিলেন না বিশিষ্টজন ও সংবাদমাধ্যমের একাংশও । এবারের ভোটযুদ্ধে শাসক বিরোধী পরিসরটা ছিল অনেকটাই বড়।
advertisement
2/6
এই সুবিশাল বিরোধী পক্ষের বিরুদ্ধেই একা লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একার হাতেই বিরোধী শিবিরের আক্রমণ ঠেকিয়েছেন। একার চেষ্টায় প্রতি আক্রমণের কৌশল গড়েছেন। তাই এবারের ভোটযুদ্ধ 'বিরোধী বনাম একা মমতা'- শো হয়ে দাঁড়িয়েছিল। আগামী ২৭ মে মুখ্যমন্ত্রী হিসেব দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন বিশ্বের অন্যতম আলোচিত ক্ষমতাশালী মহিলা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এই সুবিশাল বিরোধী পক্ষের বিরুদ্ধেই একা লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একার হাতেই বিরোধী শিবিরের আক্রমণ ঠেকিয়েছেন। একার চেষ্টায় প্রতি আক্রমণের কৌশল গড়েছেন। তাই এবারের ভোটযুদ্ধ 'বিরোধী বনাম একা মমতা'- শো হয়ে দাঁড়িয়েছিল। আগামী ২৭ মে মুখ্যমন্ত্রী হিসেব দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন বিশ্বের অন্যতম আলোচিত ক্ষমতাশালী মহিলা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
3/6
পাঁচ বছর আগে ২০ মে ২০১১-এ কলকাতা দেখেছিল এক অভাবনীয় দৃশ্য ৷ পশ্চিমবঙ্গে প্রথমবার কোনও মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ ৩৪ বছরের বাম শাসনকে উৎখাত করে সরকার গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ৷ তৎকালীন রাজ্যপাল এম. কে.নারায়ণ মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ নেওয়ান ৷
পাঁচ বছর আগে ২০ মে ২০১১-এ কলকাতা দেখেছিল এক অভাবনীয় দৃশ্য ৷ পশ্চিমবঙ্গে প্রথমবার কোনও মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ ৩৪ বছরের বাম শাসনকে উৎখাত করে সরকার গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ৷ তৎকালীন রাজ্যপাল এম. কে.নারায়ণ মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ নেওয়ান ৷
advertisement
4/6
শপথের পর এক নজিরবিহীন ও অভাবনীয় দৃশ্য তৈরি হয় মহানগরের রাজপথে ৷ যে বিপুল জনগণের সমর্থনে জিতে ক্ষমতায় এসেছিলেন নেত্রী, রাজভবন থেকে শপথ নিয়ে বেরিয়ে সেই জনতার ভালোবাসাতেই ভাসতে ভাসতেই পৌঁছান রাইটার্স বিল্ডিং ৷
শপথের পর এক নজিরবিহীন ও অভাবনীয় দৃশ্য তৈরি হয় মহানগরের রাজপথে ৷ যে বিপুল জনগণের সমর্থনে জিতে ক্ষমতায় এসেছিলেন নেত্রী, রাজভবন থেকে শপথ নিয়ে বেরিয়ে সেই জনতার ভালোবাসাতেই ভাসতে ভাসতেই পৌঁছান রাইটার্স বিল্ডিং ৷
advertisement
5/6
স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা কলকাতা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারটি ছোঁয়া ও দেখার আশায় ভিড় জমিয়ে ছিল বহুমানুষ ৷ ভিড় সামলাতে হিমশিম খেয়েছিলেন কলকাতা পুলিশ ৷ নিরাপত্তা বেষ্টনী ভেঙে এক অত্যুৎসাহী অনুরাগী মুখ্যমন্ত্রীর পায়ের ধুলো নিতে লুটিয়ে পড়েন ৷
স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা কলকাতা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারটি ছোঁয়া ও দেখার আশায় ভিড় জমিয়ে ছিল বহুমানুষ ৷ ভিড় সামলাতে হিমশিম খেয়েছিলেন কলকাতা পুলিশ ৷ নিরাপত্তা বেষ্টনী ভেঙে এক অত্যুৎসাহী অনুরাগী মুখ্যমন্ত্রীর পায়ের ধুলো নিতে লুটিয়ে পড়েন ৷
advertisement
6/6
যে রাইটার্স থেকে ১৯৯৩-এর ৭ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে বার করে দেওয়া হয়েছিল, ২০১১-এও জনতার ভালবাসায় ভাসতে ভাসতে বিজয়ী নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মহাকরণে পৌঁছে সম্পূর্ণ করেন ঐতিহাসিক আবর্ত ৷ এভাবেই তো তৈরি হয় লোকগাথা ৷ যার সাক্ষী দ্বিতীয়বারের জন্য হতে চলেছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্ব ৷
যে রাইটার্স থেকে ১৯৯৩-এর ৭ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে বার করে দেওয়া হয়েছিল, ২০১১-এও জনতার ভালবাসায় ভাসতে ভাসতে বিজয়ী নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মহাকরণে পৌঁছে সম্পূর্ণ করেন ঐতিহাসিক আবর্ত ৷ এভাবেই তো তৈরি হয় লোকগাথা ৷ যার সাক্ষী দ্বিতীয়বারের জন্য হতে চলেছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্ব ৷
advertisement
advertisement
advertisement