হোম » ছবি » কলকাতা » ২০ মে-এর পুনরাবৃত্তি ২৭ শে, দেখুন মুখ্যমন্ত্রীর সফর

২০ মে-এর পুনরাবৃত্তি ২৭ শে, দেখুন মুখ্যমন্ত্রীর সফর

  • Elina Datta

  • 16

    ২০ মে-এর পুনরাবৃত্তি ২৭ শে, দেখুন মুখ্যমন্ত্রীর সফর

    বিরোধী জোটকে উড়িয়ে দিয়ে ২৯৪ আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপুল জনসমর্থনে একাই জিতে নিলেন ২১১ টি আসন ৷
    একদিকে রাজনৈতিক ও অন্যদিকে অরাজনৈতিক শক্তি। দোসর অরাজনৈতিক মোড়কে রাজনৈতিক অ্যাজেন্ডায় নিয়ে একাধিক সংগঠনের আক্রমণ। শক্তিশালী বিরোধী পক্ষের ভূমিকা পালনে পিছিয়ে ছিলেন না বিশিষ্টজন ও সংবাদমাধ্যমের একাংশও । এবারের ভোটযুদ্ধে শাসক বিরোধী পরিসরটা ছিল অনেকটাই বড়।

    MORE
    GALLERIES

  • 26

    ২০ মে-এর পুনরাবৃত্তি ২৭ শে, দেখুন মুখ্যমন্ত্রীর সফর

    এই সুবিশাল বিরোধী পক্ষের বিরুদ্ধেই একা লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একার হাতেই বিরোধী শিবিরের আক্রমণ ঠেকিয়েছেন। একার চেষ্টায় প্রতি আক্রমণের কৌশল গড়েছেন। তাই এবারের ভোটযুদ্ধ 'বিরোধী বনাম একা মমতা'- শো হয়ে দাঁড়িয়েছিল। আগামী ২৭ মে মুখ্যমন্ত্রী হিসেব দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন বিশ্বের অন্যতম আলোচিত ক্ষমতাশালী মহিলা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

    MORE
    GALLERIES

  • 36

    ২০ মে-এর পুনরাবৃত্তি ২৭ শে, দেখুন মুখ্যমন্ত্রীর সফর

    পাঁচ বছর আগে ২০ মে ২০১১-এ কলকাতা দেখেছিল এক অভাবনীয় দৃশ্য ৷ পশ্চিমবঙ্গে প্রথমবার কোনও মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ ৩৪ বছরের বাম শাসনকে উৎখাত করে সরকার গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ৷ তৎকালীন রাজ্যপাল এম. কে.নারায়ণ মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ নেওয়ান ৷

    MORE
    GALLERIES

  • 46

    ২০ মে-এর পুনরাবৃত্তি ২৭ শে, দেখুন মুখ্যমন্ত্রীর সফর

    শপথের পর এক নজিরবিহীন ও অভাবনীয় দৃশ্য তৈরি হয় মহানগরের রাজপথে ৷ যে বিপুল জনগণের সমর্থনে জিতে ক্ষমতায় এসেছিলেন নেত্রী, রাজভবন থেকে শপথ নিয়ে বেরিয়ে সেই জনতার ভালোবাসাতেই ভাসতে ভাসতেই পৌঁছান রাইটার্স বিল্ডিং ৷

    MORE
    GALLERIES

  • 56

    ২০ মে-এর পুনরাবৃত্তি ২৭ শে, দেখুন মুখ্যমন্ত্রীর সফর

    স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা কলকাতা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারটি ছোঁয়া ও দেখার আশায় ভিড় জমিয়ে ছিল বহুমানুষ ৷ ভিড় সামলাতে হিমশিম খেয়েছিলেন কলকাতা পুলিশ ৷ নিরাপত্তা বেষ্টনী ভেঙে এক অত্যুৎসাহী অনুরাগী মুখ্যমন্ত্রীর পায়ের ধুলো নিতে লুটিয়ে পড়েন ৷

    MORE
    GALLERIES

  • 66

    ২০ মে-এর পুনরাবৃত্তি ২৭ শে, দেখুন মুখ্যমন্ত্রীর সফর

    যে রাইটার্স থেকে ১৯৯৩-এর ৭ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে বার করে দেওয়া হয়েছিল, ২০১১-এও জনতার ভালবাসায় ভাসতে ভাসতে বিজয়ী নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মহাকরণে পৌঁছে সম্পূর্ণ করেন ঐতিহাসিক আবর্ত ৷ এভাবেই তো তৈরি হয় লোকগাথা ৷ যার সাক্ষী দ্বিতীয়বারের জন্য হতে চলেছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্ব ৷

    MORE
    GALLERIES