Mamata Banerjee on West Bengal Rain: বাংলার আকাশে দুর্যোগ-নিম্নচাপ-ভারী বৃষ্টি, ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলে সতর্কতার বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated:
Mamata Banerjee on West Bengal Rain: নবান্ন থেকে বাংলার আবহাওয়া পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1/6
নবান্ন থেকে বাংলার আবহাওয়া পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন থেকে বাংলার আবহাওয়া পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/6
তিনি বলেন, 'একটা দুর্যোগ আবহাওয়া তৈরি হয়েছে। মুম্বইতে এক কোমর জল জমে আছে। বাংলাতে ভারী বর্ষা আছে। যদি কোথাও প্রয়োজন হয় নিচু এলাকা থেকে লোক তুলতে হবে। ২৪ ঘণ্টা ব্যাপী কন্ট্রোল রুম চলছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সবাইকে সতর্ক করে রাখা হয়েছে।'
তিনি বলেন, 'একটা দুর্যোগ আবহাওয়া তৈরি হয়েছে। মুম্বইতে এক কোমর জল জমে আছে। বাংলাতে ভারী বর্ষা আছে। যদি কোথাও প্রয়োজন হয় নিচু এলাকা থেকে লোক তুলতে হবে। ২৪ ঘণ্টা ব্যাপী কন্ট্রোল রুম চলছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সবাইকে সতর্ক করে রাখা হয়েছে।'
advertisement
3/6
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না। গভীর নিম্নচাপ রূপে স্থলভাগে প্রবেশ করেছে দুপুরের পর। সেই সময় এই সিস্টেমের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ৬০ কিলোমিটারের কাছাকাছি। সুন্দরবনের ক্যানিং সংলগ্ন এলাকা এবং বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা সংলগ্ন এলাকা দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করে যাবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না। গভীর নিম্নচাপ রূপে স্থলভাগে প্রবেশ করেছে দুপুরের পর। সেই সময় এই সিস্টেমের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ৬০ কিলোমিটারের কাছাকাছি। সুন্দরবনের ক্যানিং সংলগ্ন এলাকা এবং বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা সংলগ্ন এলাকা দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করে যাবে।আবহাওয়া দফতর সূত্রে খবর, আরব সাগরে ফুঁসতে থাকা নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়াবে নিম্নচাপ। ফলে টানা ঝড়বৃষ্টি চলবে।
advertisement
4/6
যেহেতু বাংলাদেশের দিকেই বেশি প্রভাব থাকবে তাই দক্ষিণবঙ্গে এর প্রভাব অনেকটা কমছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে। তবে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।
যেহেতু বাংলাদেশের দিকেই বেশি প্রভাব থাকবে তাই দক্ষিণবঙ্গে এর প্রভাব অনেকটা কমছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে। তবে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।
advertisement
5/6
উত্তর দক্ষিণ ২৪ পরগনাতে ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামিকাল ভারী বৃষ্টি হলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
উত্তর দক্ষিণ ২৪ পরগনাতে ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামিকাল ভারী বৃষ্টি হলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
advertisement
6/6
বরং প্রবল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টির আশঙ্কা আলিপুরদুয়ার-সহ জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও। মৎস্যজীবীদের শনিবার সকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
বরং প্রবল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টির আশঙ্কা আলিপুরদুয়ার-সহ জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও। মৎস্যজীবীদের শনিবার সকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement