Super Moon 2023: কলকাতার আকাশে আজ বিরল সুপারমুন! কখন দেখা যাবে সেরা রূপ, ফের কবে দেখা যাবে এই দৃশ্য, জানুন

Last Updated:
Super Moon 2023: সাধারণ পূর্ণিমার তুলনায় সুপারমুনের দিন চাঁদকে ৭ শতাংশ বড় এবং ১৬ শতাংশ উজ্জ্বল দেখতে লাগে
1/8
আকাশে আজ, মঙ্গলবার বিরল মহাজাগতিক দৃশ্য৷ দেখা যাবে সুপারমুন৷ পূর্ণিমা তিথিতে তুলনামূলকভাবে বড় ও উজ্জ্বল চাঁদ ঘিরে তুঙ্গে উত্তেজনা৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল নাসা-র প্রকাশিত একটি ছবি৷
আকাশে আজ, মঙ্গলবার বিরল মহাজাগতিক দৃশ্য৷ দেখা যাবে সুপারমুন৷ পূর্ণিমা তিথিতে তুলনামূলকভাবে বড় ও উজ্জ্বল চাঁদ ঘিরে তুঙ্গে উত্তেজনা৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল নাসা-র প্রকাশিত একটি ছবি৷
advertisement
2/8
পরবর্তী সুপারমুন দেখা যাবে এ মাসেই, অগাস্ট মাসের ৩০ তারিখে৷ অর্থাৎ এই মাসে দু’টি পূর্ণিমা পড়েছে৷ একই মাসে দুবার সুপারমুন দেখতে পাওয়ার ঘটনা অত্যন্ত বিরল৷
পরবর্তী সুপারমুন দেখা যাবে এ মাসেই, অগাস্ট মাসের ৩০ তারিখে৷ অর্থাৎ এই মাসে দু’টি পূর্ণিমা পড়েছে৷ একই মাসে দুবার সুপারমুন দেখতে পাওয়ার ঘটনা অত্যন্ত বিরল৷
advertisement
3/8
এর আগে ২০১৮ সালের অগাস্ট মাসেই দুটি সুপারমুন দেখতে পাওয়া গিয়েছিল৷ ফের এই ধরনের ঘটনা চাক্ষুষ করা যাবে ২০৩৭ সালে৷
এর আগে ২০১৮ সালের অগাস্ট মাসেই দুটি সুপারমুন দেখতে পাওয়া গিয়েছিল৷ ফের এই ধরনের ঘটনা চাক্ষুষ করা যাবে ২০৩৭ সালে৷
advertisement
4/8
সাধারণ পূর্ণিমার তুলনায় সুপারমুনের দিন চাঁদকে ৭ শতাংশ বড় এবং ১৬ শতাংশ উজ্জ্বল দেখতে লাগে৷ চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্বের তারতম্যের জন্যই এই পার্থক্য হয়৷
সাধারণ পূর্ণিমার তুলনায় সুপারমুনের দিন চাঁদকে ৭ শতাংশ বড় এবং ১৬ শতাংশ উজ্জ্বল দেখতে লাগে৷ চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্বের তারতম্যের জন্যই এই পার্থক্য হয়৷
advertisement
5/8
উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদ৷ তাদের দুজনের মধ্যে গড় দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার৷ উপবৃত্তাকার কক্ষপথের জন্য দূরত্ব সব সময় একইরকম থাকে না৷
উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদ৷ তাদের দুজনের মধ্যে গড় দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার৷ উপবৃত্তাকার কক্ষপথের জন্য দূরত্ব সব সময় একইরকম থাকে না৷
advertisement
6/8
চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন কম থাকে, তখন তাকে বলা হয় অনুসূর অবস্থান৷ সে সময় দূরত্ব হয় ৩ লক্ষ ৫৬ হাজার কিমি৷ এটাই তাদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব৷ একে বলা হয় অনুসূর অবস্থান৷
চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন কম থাকে, তখন তাকে বলা হয় অনুসূর অবস্থান৷ সে সময় দূরত্ব হয় ৩ লক্ষ ৫৬ হাজার কিমি৷ এটাই তাদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব৷ একে বলা হয় অনুসূর অবস্থান৷
advertisement
7/8
চাঁদ ও পৃথিবীর সর্বোচ্চ দূরত্ব ৪ লক্ষ ৪ হাজার কিলোমিটার৷ একে বলা হয় চাঁদের অপসূর অবস্থান৷
চাঁদ ও পৃথিবীর সর্বোচ্চ দূরত্ব ৪ লক্ষ ৪ হাজার কিলোমিটার৷ একে বলা হয় চাঁদের অপসূর অবস্থান৷
advertisement
8/8
অনুসূর অবস্থানেই দেখা যায় সুপারমুন৷ প্রসঙ্গত মঙ্গলবার চাঁদ ও পৃথিবীর দূরত্ব থাকবে ৩ লক্ষ ৫৭ হাজার ৫৩০ কিলোমিটার৷ রাত ১২ টা ০১ মিনিটে সুপারমুন হবে সবথেকে উদ্ভাসিত৷ কলকাতার আকাশ মেঘমুক্ত থাকলে শ্রাবণী পূর্ণিমায় সাক্ষী থাকা যাবে বিরল সুপারমুনের৷
অনুসূর অবস্থানেই দেখা যায় সুপারমুন৷ প্রসঙ্গত মঙ্গলবার চাঁদ ও পৃথিবীর দূরত্ব থাকবে ৩ লক্ষ ৫৭ হাজার ৫৩০ কিলোমিটার৷ রাত ১২ টা ০১ মিনিটে সুপারমুন হবে সবথেকে উদ্ভাসিত৷ কলকাতার আকাশ মেঘমুক্ত থাকলে শ্রাবণী পূর্ণিমায় সাক্ষী থাকা যাবে বিরল সুপারমুনের৷
advertisement
advertisement
advertisement