Kolkata to Benaras Bullet Train: সত্যিই ঝড়ের গতিকেও টেক্কা দিয়ে পৌঁছে যাবেন বেনারস, ৩৫০ কিমি/ ঘণ্টা গতিতে বুলেট ট্রেন ছাড়বে হাওড়া থেকে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah to Varanasi Bullet Train: গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৫০ কিমি! এবার বুলেট ট্রেন যাত্রা অপেক্ষায় প্রহর গুনছে দেশবাসী
হাওড়া: এবার বুলেট ট্রেন যাত্রা, অপেক্ষার প্রহর গুনছে দেশবাসী! গত কয়েক বছরে ট্রেন যাত্রীদের নিরাপত্তার গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিলাস বহুল এবং কম সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার নানা উদ্যোগ গ্রহণ করছে রেল। সেই দিক থেকে দেশের মানুষ সাদরে গ্রহণ করেন ' বন্দে ভারত' ট্রেন। এবার আরও কম সময়ে গন্তব্যে পৌঁছে যাবে মানুষ। বন্দে ভারত ট্রেনের থেকেও উচ্চগতি সম্পন্ন ট্রেন আসতে চলেছে। আরও একধাপ এগিয়ে ভারতীয় রেলের আরো একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে বুলেট ট্রেনের মাধ্যমে।
advertisement
এই ট্রেন আরও কম সময়ে গন্তব্যে পৌঁছে দেবে যাত্রীদের। তার প্রস্তুতি চলছে জোরদার। এর আভাস পেতে সাধারণ মানুষের মধ্যে দারুন কৌতহল দেখা দিয়েছে। কবে থেকে কোন রুটে এই ট্রেন পরিষেবা চলবে। কোন কোন শহর কোন স্টেশনে থামবে নানা কৌতূহল। প্রাথমিকভাবে কতটা দূরত্ব চলবে এই ট্রেন। এর মধ্যে হাওড়া বারাণসী বুলেট ট্রেন চলার তথ্য সামনে এসেছে। বুলেট ট্রেন চলার রুট বা স্টেশন স্টেশন তালিকাও সামনে এসেছে ইতিমধ্যে।
advertisement
ন্যাশনাল হাই স্পিড কর্পোরেশন (NHSC) বারাণসী-হাওড়া বুলেট ট্রেন প্রকল্পের অধীনে রুট চার্ট প্রকাশ করেছে। এর জন্য একটি এলিভেটেড ট্র্যাক তৈরি করা হবে বলে জানা গিয়েছে। সেই ট্র্যাকের জন্য জমি জরিপ করার কাজও শুরু হয়েছে। জানা যায়, বারাণসী-হাওড়া বুলেট ট্রেনটি চলবে। এই বুলেট ট্রেনটি বিহারের ২৮টি গ্রামের উপর দিয়ে গন্তব্যে পৌঁছবে সেই ট্রেন। এটি উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলার সমস্ত প্রধান শহরগুলিকে সংযুক্ত করবে।
advertisement
এই বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় প্রায় ৩৫০ কিমি। জানা যাচ্ছে, এই উচ্চ গতিসম্পন্ন ট্রেনে আরো দ্রুত জেহানাবাদ পৌঁছন যাবে। আরও দু'ঘন্টা কম সময়ে লাগবে। এই রুটের মধ্যে যে স্থানগুলি দিয়ে এই ট্রেনের যাত্রা করবে। সেগুলি হল ঢোল বিঘা, তিরা, বাউরি, নর্মা, সুকিয়ামা, কৈরোয়া, গিঞ্জি, সিসরা, শর্মা, ডুমরি, নন্দনা, দামোয়া, ভরথু, সমরবন্দ, কোড়মান, শাহপুর, বন্ধুগঞ্জ, গান্ধার, পিউতা, কিস রামপুর, মোহাম্মদপুর, আবদাল, চারুই, বিষ্ণুপুর ওকরি, জইতপুর কুরুয়া, মিলকি, দেওড়া এবং শাদিপুর।
advertisement
advertisement