১২১ বছরের অটো মোবাইল হেরিটেজ ক্লাবের বিশেষ উদ্যোগ, জঙ্গলমহল পাহাড় জুড়ে অভিনব কার র‍্যালি

Last Updated:
তিনি আরও বলেন "র‍্যালি একটি মুখ্য উদ্দেশ্য সহজে কম সময়ে কতটা রাস্তা অতিক্রম করা যায়, এই কথা মাথায় রেখে এই শোভাযাত্রায় সরকার কে নতুন পথের দিশা দেখাতে পারে এই র‍্যালি।"
1/5
জঙ্গলমহল পাহাড় জুড়ে অভিনব কার র‍্যালি। ১২১ বছরের অটো মোবাইল হেরিটেজ ক্লাবের উদ্যোগে।
জঙ্গলমহল পাহাড় জুড়ে অভিনব কার র‍্যালি। ১২১ বছরের অটো মোবাইল হেরিটেজ ক্লাবের উদ্যোগে।
advertisement
2/5
ক্লাব সম্পাদক প্রবীর রায় জানান,''এই ধরনের কার র‍্যালিকে বলা হয় টাইম -স্পিড -ডিসটেন্স' র‍্যালি। এই ধরনের প্রতিযোগিতায় যে যত দেরি করে পৌঁছাবেন তিনি তত সফল। কিন্তু রাস্তায় কোথাও গাড়ি বন্ধ রাখা চলবে না। চাকা সব সময় গড়াতে হবে।
ক্লাব সম্পাদক প্রবীর রায় জানান,''এই ধরনের কার র‍্যালিকে বলা হয় টাইম -স্পিড -ডিসটেন্স' র‍্যালি। এই ধরনের প্রতিযোগিতায় যে যত দেরি করে পৌঁছাবেন তিনি তত সফল। কিন্তু রাস্তায় কোথাও গাড়ি বন্ধ রাখা চলবে না। চাকা সব সময় গড়াতে হবে।
advertisement
3/5
এবং তিনি আরও বলেন "র‍্যালি একটি মুখ্য উদ্দেশ্য সহজে কম সময়ে কতটা রাস্তা অতিক্রম করা যায়, এই কথা মাথায় রেখে এই শোভাযাত্রায় সরকার কে নতুন পথের দিশা দেখাতে পারে এই র‍্যালি।"
এবং তিনি আরও বলেন "র‍্যালি একটি মুখ্য উদ্দেশ্য সহজে কম সময়ে কতটা রাস্তা অতিক্রম করা যায়, এই কথা মাথায় রেখে এই শোভাযাত্রায় সরকারকে নতুন পথের দিশা দেখাতে পারে এই র‍্যালি।"
advertisement
4/5
জঙ্গল পাহাড় নদী গ্রাম ১৫০ কিমি পথ অতিক্রম করে। কোথাও ৪৫ কিমি কোথাও ১০ কিমি প্রতি ঘন্টা। TSD অর্থাৎ time speed distance rally.ঝাড়খণ্ড মহারাষ্ট্র চেন্নাই আর বাংলার প্রতিনিধি যোগ দিচ্ছেন। মহিলারাও আছে।
জঙ্গল পাহাড় নদী গ্রাম ১৫০ কিমি পথ অতিক্রম করে। কোথাও ৪৫ কিমি কোথাও ১০ কিমি প্রতি ঘণ্টা। TSD অর্থাৎ time speed distance rally. ঝাড়খণ্ড মহারাষ্ট্র চেন্নাই আর বাংলার প্রতিনিধি যোগ দিচ্ছেন। মহিলারাও আছে।
advertisement
5/5
এই র‍্যালি শুরু হয় আকাশ হিল টপ থেকে আপার ডাম লোয়ারডাম মাথা ফরেস্ট পাখি পাহাড় এবং কংসাবতীসহ বেশ কয়েকটি নদী অতিক্রম করে।
এই র‍্যালি শুরু হয় আকাশ হিল টপ থেকে আপার ডাম লোয়ারডাম মাথা ফরেস্ট পাখি পাহাড় এবং কংসাবতীসহ বেশ কয়েকটি নদী অতিক্রম করে।
advertisement
advertisement
advertisement