Home » Photo » kolkata » Netaji Tableau at Red Road: এই ট্যাবলো নিয়েই কেন্দ্র- রাজ্য সংঘাত, রেড রোডে দেখা মিলল 'জয়তু নেতাজি'-র
Netaji Tableau at Red Road: এই ট্যাবলো নিয়েই কেন্দ্র- রাজ্য সংঘাত, রেড রোডে দেখা মিলল 'জয়তু নেতাজি'-র
দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাতিল হলেও রেড রোডের অনুষ্ঠানে সেই ট্যাবলোকেই অন্তর্ভুক্ত করেছিল রাজ্য সরকার (Netaji Tableau at Red Road)৷
এই ট্যাবলোকে নিয়েই গত কয়েকদিন ধরে কেন্দ্র- রাজ্যের মধ্যে প্রবল টানাপোড়েন চলেছে৷ রাজ্য সরকারের তৈরি সেই জয়তু নেতাজি ট্যাবলোর (Netaji Tableau at Red Road)দেখা মিলল রেড রোডের কুচকাওয়াজের অনুষ্ঠানে৷ IPhoto-Biswajit Saha
2/ 5
দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাতিল হলেও রেড রোডের অনুষ্ঠানে সেই ট্যাবলোকেই অন্তর্ভুক্ত করেছিল রাজ্য সরকার৷
3/ 5
জয়তু নেতাজি নামে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে প্রদর্শিত এই সুবিশাল ট্যাবলো এ দিন রেড রোডের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল৷ ৫২ ফুট লম্বা, ১১ ফুট চওড়া ও ১৬ ফুট উচ্চতার এই ট্যাবলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর দু'টি মূর্তি ছিল৷
4/ 5
জয়তু নেতাজি নামে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে প্রদর্শিত এই সুবিশাল ট্যাবলো এ দিন রেড রোডের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল৷ ৫২ ফুট লম্বা, ১১ ফুট চওড়া ও ১৬ ফুট উচ্চতার এই ট্যাবলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর দু'টি মূর্তি ছিল৷
5/ 5
রাজ্য সরকার এই ট্যাবলোকে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পাঠাতে চেয়েছিল৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্ধারিত কমিটি এই ট্যাবলোকে বাতিল করে দেয়৷ কেন ট্যাবলো বাতিল করা হল, তা নিয়েই কেন্দ্রের সঙ্গে রাজ্যের মধ্যে বিরোধের পরিস্থিতি তৈরি হয়৷