Jamai Sasthi 2022| Market Price|| সেঞ্চুরি পার টমেটোর! জামাইষষ্ঠীর আগে বাজার আগুন! কত দামে বিক্রি হচ্ছে মাছ-মাংস-সবজি?

Last Updated:
Jamai Sasthi 2022 Market Price: সবজি, ফল, মাছ, মাংস সবকিছু কার্যত নাগালের বাইরে। কিন্তু তা হলেও তো কিছু করার নেই। বাধ্য হয়েই তাই বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে।
1/6
*রাত পোহালেই জামাইষষ্ঠী। জামাই আদরে যাতে খামতি না থাকে তার জন্য একটু আগে থেকেই বাজারমুখী শ্বশুর মশাইয়েরা। কিন্তু বাজারে গিয়ে তো যাতেই হাত দিতে যাচ্ছেন তাতেই ছ্যাঁকা খেতে হচ্ছে। সবজি, ফল, মাছ, মাংস সবকিছু কার্যত নাগালের বাইরে। কিন্তু তা হলেও তো কিছু করার নেই। বাধ্য হয়েই তাই বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। প্রতিবেদন ও ছবি: উজ্জ্বল রায়। 
*রাত পোহালেই জামাইষষ্ঠী। জামাই আদরে যাতে খামতি না থাকে তার জন্য একটু আগে থেকেই বাজারমুখী শ্বশুর মশাইয়েরা। কিন্তু বাজারে গিয়ে তো যাতেই হাত দিতে যাচ্ছেন তাতেই ছ্যাঁকা খেতে হচ্ছে। সবজি, ফল, মাছ, মাংস সবকিছু কার্যত নাগালের বাইরে। কিন্তু তা হলেও তো কিছু করার নেই। বাধ্য হয়েই তাই বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। প্রতিবেদন ও ছবি: উজ্জ্বল রায়। 
advertisement
2/6
*মানিকতলা বাজারে কাতলা মাছ গোটা ২৭০ টাকা কেজি, কাটা ৪০০ থেকে ৫০০ টাকা, রুই গোটা ২২০, কাটা ৩৫০ টাকা, ভেটকি ৪৮০, গলদা ১০০০ টাকা, ইলিশ সাতশো গ্রামের মধ্যে হলে ৮০০ টাকা, এক কেজির ওপরে ১২০০-১৩০০ টাকা, দেড় কেজির দাম ১৬০০-২০০০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা, চিতল ৮০০-১০০০ টাকা, ট্যাংরা ৮০০ টাকা, তপসে ১০০০ টাকা, চাপড়া চিংড়ি ৩৫০ টাকা, বাগদা ৮০০ টাকা, পার্শে ৫০০, পমফ্রেট বড় ৯০০ টাকা, ছোট ৮৫০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা কেজি, চিকেন দেশি গোটা ৪০০ টাকা, ব্রয়লার কাটা ২৩০ টাকা, গোটা ১৬০ টাকা। 
*মানিকতলা বাজারে কাতলা মাছ গোটা ২৭০ টাকা কেজি, কাটা ৪০০ থেকে ৫০০ টাকা, রুই গোটা ২২০, কাটা ৩৫০ টাকা, ভেটকি ৪৮০, গলদা ১০০০ টাকা, ইলিশ সাতশো গ্রামের মধ্যে হলে ৮০০ টাকা, এক কেজির ওপরে ১২০০-১৩০০ টাকা, দেড় কেজির দাম ১৬০০-২০০০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা, চিতল ৮০০-১০০০ টাকা, ট্যাংরা ৮০০ টাকা, তপসে ১০০০ টাকা, চাপড়া চিংড়ি ৩৫০ টাকা, বাগদা ৮০০ টাকা, পার্শে ৫০০, পমফ্রেট বড় ৯০০ টাকা, ছোট ৮৫০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা কেজি, চিকেন দেশি গোটা ৪০০ টাকা, ব্রয়লার কাটা ২৩০ টাকা, গোটা ১৬০ টাকা। 
advertisement
3/6
*মানিকতলা বাজারে জ্যোতি আলু ২৮ টাকা কেজি, চন্দ্রমুখি ৪০ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, রসুন ১০০ থেকে ২০০ টাকা, আদা ১০০ থেকে ১৫০ টাকা, লিচু ১০০ টাকা, হিমসাগর ১০০ টাকা, জাম ১৫০ থেকে ২০০ টাকা কেজি, পটল ২০ থেকে ৩০ টাকা কেজি, বিনস ১৬০ টাকা, গাজর ৬০ টাকা, ঝিঙে ৩০ টাকা, ভেন্ডি ৩০ টাকা, এঁচোড় ৮০ টাকা, কুমড়ো ৩০ টাকা। শশা ৪০ থেকে ৫০ টাকা, জামরুল ১৫০ টাকা কেজি দরে, কলা ৪০ থেকে ৬০ টাকা ডজন, বেগুন ৪০ টাকা প্রতি কেজি, বিট ৫০ টাকা, লঙ্কা ৮০-১০০ টাকা কেজি, ক্যাপসিকাম ১৫০ টাকা, উচ্ছে ৪০ টাকা।
*মানিকতলা বাজারে জ্যোতি আলু ২৮ টাকা কেজি, চন্দ্রমুখি ৪০ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, রসুন ১০০ থেকে ২০০ টাকা, আদা ১০০ থেকে ১৫০ টাকা, লিচু ১০০ টাকা, হিমসাগর ১০০ টাকা, জাম ১৫০ থেকে ২০০ টাকা কেজি, পটল ২০ থেকে ৩০ টাকা কেজি, বিনস ১৬০ টাকা, গাজর ৬০ টাকা, ঝিঙে ৩০ টাকা, ভেন্ডি ৩০ টাকা, এঁচোড় ৮০ টাকা, কুমড়ো ৩০ টাকা। শশা ৪০ থেকে ৫০ টাকা, জামরুল ১৫০ টাকা কেজি দরে, কলা ৪০ থেকে ৬০ টাকা ডজন, বেগুন ৪০ টাকা প্রতি কেজি, বিট ৫০ টাকা, লঙ্কা ৮০-১০০ টাকা কেজি, ক্যাপসিকাম ১৫০ টাকা, উচ্ছে ৪০ টাকা।
advertisement
4/6
*মানিকতলা বাজারে আপেল ১৪০ টাকা, ল্যাড়া ভাগলপুর ১০০-২০০ টাকা কেজি, গোলাপখাস ৯০-১০০ টাকা কেজি দরে। আর সবচাইতে বেশি টমেটো ১০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আর এই দামে মাথায় হাত ক্রেতাদের।
*মানিকতলা বাজারে আপেল ১৪০ টাকা, ল্যাড়া ভাগলপুর ১০০-২০০ টাকা কেজি, গোলাপখাস ৯০-১০০ টাকা কেজি দরে। আর সবচাইতে বেশি টমেটো ১০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আর এই দামে মাথায় হাত ক্রেতাদের।
advertisement
5/6
*মঞ্জুরি ব্যানার্জি নামে এক ক্রেতা বলেন, "জিনিসের দাম এতো বেড়ে গিয়েছে যে হাত দেওয়া যাচ্ছে না। প্রতিবার জামাইষষ্ঠীতেই দাম একটু আধটু বাড়ে কিন্তু এবারেরটা অস্বাভাবিক।"
*মঞ্জুরি ব্যানার্জি নামে এক ক্রেতা বলেন, "জিনিসের দাম এতো বেড়ে গিয়েছে যে হাত দেওয়া যাচ্ছে না। প্রতিবার জামাইষষ্ঠীতেই দাম একটু আধটু বাড়ে কিন্তু এবারেরটা অস্বাভাবিক।"
advertisement
6/6
*তপন রায় এসেছিলেন জামাইষষ্ঠীর বাজার করতে। তিনি বলেন, " সব জিনিসেরই দাম বেড়েছে। পেরে ওঠা যাচ্ছে না। যতটা প্রয়োজন তার তুলনায় কম কিনতে হচ্ছে। আর সব চাইতে বেশি চোখে লাগছে টমেটোর দাম দেখে। ১০০ টাকা কেজি। প্রায় সব কিছুতেই একটু টমেটো লাগে। দাম বাড়লেও কিনতে হবে। কিছু করার নেই।" সবজি বিক্রেতা রাম দাস বলেন, "সব সবজি না হলেও বেশকিছু সবজির দাম বেড়েছে। চাহিদার তুলনায় যোগান করে যাওয়ার ফলে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। আর টমেটো আমাদেরও কিনতে সমস্যা হচ্ছে দাম বাড়ার জন্য।"
*তপন রায় এসেছিলেন জামাইষষ্ঠীর বাজার করতে। তিনি বলেন, " সব জিনিসেরই দাম বেড়েছে। পেরে ওঠা যাচ্ছে না। যতটা প্রয়োজন তার তুলনায় কম কিনতে হচ্ছে। আর সব চাইতে বেশি চোখে লাগছে টমেটোর দাম দেখে। ১০০ টাকা কেজি। প্রায় সব কিছুতেই একটু টমেটো লাগে। দাম বাড়লেও কিনতে হবে। কিছু করার নেই।" সবজি বিক্রেতা রাম দাস বলেন, "সব সবজি না হলেও বেশকিছু সবজির দাম বেড়েছে। চাহিদার তুলনায় যোগান করে যাওয়ার ফলে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। আর টমেটো আমাদেরও কিনতে সমস্যা হচ্ছে দাম বাড়ার জন্য।"
advertisement
advertisement
advertisement